রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

দিনদুপুরে পুকুরের মাছ লুটের চেষ্টা

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
  ০৮ মার্চ ২০২৫, ০০:০০
দিনদুপুরে পুকুরের মাছ লুটের চেষ্টা
দিনদুপুরে পুকুরের মাছ লুটের চেষ্টা

ময়মনসিংহের মুক্তাগাছার ঘোগা ইউনিয়নের হতরপাড়া গ্রামে সন্ত্রাসী কায়দায় মাছ লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে মাছ লুট করার জন্য সন্ত্রাসীদের ব্যবহৃত পানি সেচের একটি সেলু মেশিন জব্দ করেছে। এ ঘটনায় মুক্তাগাছা থানায় ৭জনকে নামীয় আসামীসহ আরও কয়েকজনকে অজ্ঞাত আসামী করে অভিযোগ দায়ের করেছেন ভ্থক্তভোগী জয়নাল আবেদিন।

সড়েজমিন ও থানায় অভিযোগে জানা যায়, হতরপাড়া গ্রামের মৃত হোসেন আলী সরকারের ছেলে জয়নাল আবেদিনের তার নিজ গ্রামে একটি কৃষি খামার গড়ে তোলেন। যেখানে রয়েছে কয়েকটি পুকুর, গরুর খামার ও নার্সারী বাগান। একই গ্রামের হারুন, ইস্রাফিল, আল আমিন, মোফাজ্জলসহ একটি সিন্ডিকেট রাতের আধারে কৃষি খামারের ৪ টি পুকুরের মাছ নিয়ে যায়। গরুর খামারের ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধনসহ খামারের স্টিলের দরজা ও পানির ট্যাংকি লুট করে নিয়ে যায়। শুক্রবার সকালে হারুন ও ইস্রাফিলের নেতৃত্বে ১৫/১৬জনের একটি সন্ত্রাসী দল দেশিয় অস্ত্রসহ খামার এলাকায় অবস্থান নেয়। এবং তাদের লোকজন দিয়ে পুকুরে সেচ যন্ত্র বসিয়ে মাছ লুটের প্রস্তুতি নেয়। এসময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পানি সেচের মেশিন ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ পানি সেচের মেশিন জব্দ করে থানায় নিয়ে আসে।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। সেখান থেকে তারা একটি পানি সেচের সেলু মেশিন জব্দ করেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে