নিষেধাজ্ঞার এক সপ্তাহ পার হলেও পটুয়াখালীর বাউফল উপজেলার জেলেদের ভাগ্যে জোটেনি সরকারী খাদ্য সহায়তা চাল। সহায়তা না পাওয়ায় নিষেধাজ্ঞা কালীন সময়ে অধিকাংশ জেলেদের বিকল্প কোন আয় না থাকায় পড়েছেন বিপাকে। উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, দেশে ইলিশের উৎপাদন বাড়াতে ইলিশের ৫টি অভয়াশ্রমে ১লা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত টানা ২ মাস মাছ শিকারে নিষেধাজ্ঞা ঘোষনা করেন মৎস্য অধিদপ্তর। নিষেধাজ্ঞার মধ্যে বাউফলের চররুস্তুম থেকে ভোলা জেলার চরভেদুরিয়া পর্যন্ত তেঁতুলিয়া নদীর প্রায় ১০০ কিলোমিটার এলাকা রয়েছে। উপজেলার মোট নিবন্ধিত জেলে ৬হাজার ৫শ ২১জন। এদেরকে এই সময়ে চার কিস্তিতে ৪০ কেজি করে মোট ১শ ৬০ কেজি খাদ্য সহায়তা হিসাবে চাল পাওয়ার কথা রয়েছে।
বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুব আলম তালুকদার বলেন, জেলেদের খাদ্য সহায়তা দ্রম্নত সময়ের মধ্যে দেয়া হবে।