নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকের পানিতে মো. নয়ন (২২) নামের এক যুবকের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার ২ দিন পর যুবকের মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার (০৭ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মা স্ট্যান্ড ভান্ডারীপুল লেকের পানিতে মরদেহটি ভাসতে দেখে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নয়ন জামালপুর জেলার বনরামপুর গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে। নয়ন মৃগী রোগে আক্রান্ত ছিল বলে নিহতের মা ও মামা জানায়।