শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

গাবতলীতে সপ্তম শ্রেণির ছাত্রকে শ্বাসরোধে হত্যা!

দুই জেলায় পানিতে ডুবে ২ জনের মৃতু্য
স্বদেশ ডেস্ক
  ১০ মার্চ ২০২৫, ০০:০০
গাবতলীতে সপ্তম শ্রেণির ছাত্রকে শ্বাসরোধে হত্যা!
গাবতলীতে সপ্তম শ্রেণির ছাত্রকে শ্বাসরোধে হত্যা!

বগুড়ার গাবতলীতে সপ্তম শ্রেণির ছাত্রকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া চট্টগ্রামের আনোয়ারায় পুকুরে ডুবে এক শিশু ও খুলনার ডুমুরিয়ায় নদী থেকে মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

গাবতলী (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার গাবতলী এম.আর. মাল্টিমিডিয়া স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রকে হত্যা করা হয়েছে। গত শনিবার রাত ৯টায় সিফাতের লাশ স্থানীয় লোকজন বাড়ির পাশের পুকুর পাড় থেকে উদ্ধার করে। নিহত সিফাত গাবতলী পৌরসভার ৯নং ওয়ার্ডের উঞ্চুরখী উত্তরপাড়া গ্রামের হাবিজার রহমান মোলস্নার ছেলে।

জানা গেছে, ওই গ্রামের হাবিজার রহমান মোলস্না ছোট ছেলে সিফাত (১৩) স্থানীয় মসজিদে ইফতার শেষ বাড়ি আসে। এরপর তারাবির নামাজের আগে আবারো থেকে বের হয়। তারপর রাত ৯টায় স্থানীয়রা ঈদগাহ মাঠ সংলগ্ন পুকুরপাড়ে সিফাতকে পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা সরকারী হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সিফাতকে মৃত ঘোষণা করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক আরও বলেন, সিফাতকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গলায় হাতের আঙ্গুলের দাগ রয়েছে। এ ঘটনায় পুলিশ এমরান হোসেন নামে একজনকে আটক করেছে।

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া এলাকায় পুকুরে ডুবে জান্নাতুল মিফতা (৪) নামের এক শিশুর মৃতু্য হয়েছে। রোববার সকালে বরুমচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। জান্নাতুল মিফতা সৈয়দ নূরের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতুল মিফতা বাইরে খেলতে যায়। তাকে ঘরের সামনে না পেয়ে পরিবারের সবাই খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করে।

তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার ডুমুরিয়ায় হরি নদী থেকে মাছ ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়ার (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার লাশের সুরতহাল তৈরি করে খুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিয়া চেচুড়ি গ্রামের খবির উদ্দিন মোড়লের ছেলে।

জানা যায়, জিয়া দীর্ঘ কয়েক বছর ইরাক ও মালয়েশিয়ায় জীবন-যাবন করেছেন। দেশে ফিরে বছর খানেক ধরে চাচাতো ভাই লিটন মোড়লের সঙ্গে মাছের ব্যবসা করছিলেন। জিয়ার ছেলে রাতুল (১১) জানায়, 'শুক্রবার চেচুড়ি বকুলতলা থেকে ইফতারি করে আব্বু বাড়িতে আসেন। এরপর এক ব্যক্তির ফোন পেয়ে বের হন। সেই থেকে আর বাড়ি আসেননি।' তবে ওইদিন রাত ১১টা পর্যন্ত অপরিচিত লোকের সাথে বকুলতলা এলাকায় জিয়াকে ঘোরাফেরা করতে দেখেছে স্থানীয়রা। পরদিন শনিবার সকালে এলাকার মানুষ নদীতে জিয়ার লাশ ভাসতে দেখে। তার শরীরের বিভিন্ন স্থানে ৭টি কোপের চিহ্ন পাওয়া গেছে। ধারালো চাইনিজ কুড়ালের আঘাত হতে পারে বলে পুলিশের মন্তব্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে