শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

পোরশায় মুকুলে-মুকুলে ছেয়ে গেছে আমগাছ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি
  ১০ মার্চ ২০২৫, ০০:০০
পোরশায় মুকুলে-মুকুলে ছেয়ে গেছে আমগাছ
পোরশায় মুকুলে-মুকুলে ছেয়ে গেছে আমগাছ

নওগাঁর পোরশায় মুকুলে-মুকুলে ভরে গেছে আমগাছ। বাগানগুলি থেকে বের হচ্ছে মুকুলের মৌ-মৌ গন্ধ। আমগাছ গুলিতে দেখা যাচ্ছে শুধু মুকুল আর মুকুল। ডালে-ডালে লক্ষ্যকরা যাচ্ছে দৃশ্যমান সোনালী মুকুলের আভা। মুকুলের ভারে আমগাছ গুলির মাথা নুয়ে পড়ার উপক্রম। গাছে মুকুলের সমারোহ দেখে বাগান মালিক এবং আম চাষীরাও বেশ খুশি। অধিক ফলনের আশায় বিভোর বরেন্দ্র অঞ্চল খ্যাত এ উপজেলার আমচাষী আর বাগান মালিকরা।

আবহাওয়া অনূকুলে থাকলে চলতি মৌসুমে আমের উৎপাদন বেড়ে যাবে বলে আশা করছেন তারা। তেঁতুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও বাগান মালিক শহিদুল ইসলাম, গবিরা কুড়ি গ্রামের বাগান মালিক সবুর মাস্টার, পশ্চিম রঘুনাথপুরের আমচাষী মহসীন আলী জানান, তারা দির্ঘ্যদিন আম চাষ করছেন। আবহাওয়া ভাল থাকলে এবং আমের দাম ঠিক পেলে লাভ হবে। জালুয়া গ্রামের আমচাষি মোকছের আলী জানান, আবহাওয়ার কোন বিপর্যয় না হয় তাহলে প্রচুর আম উৎপাদন হওয়ার আশা রয়েছে। আর দাম পেলে এ উপজেলায় আরো আম চাষ হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রশিদ জানান, এ উপজেলায় প্রতি বছর আমের উৎপাদন বড়েই চলেছে। নওগাঁ জেলার মধ্যে এ উপজেলায় সব চাইতে বেশি আম চাষ হচ্ছে। এবারে এ উপজেলায় আম চাষ হচ্ছে ১০ হাজার ৬৫০ হেক্টর জমিতে। তবে সাধারণত ডিসেম্বর মাসে আমগাছগুলিতে মুকুল আসে এবার ফেব্রম্নয়ারীতে মুকুল এসেছে। ব্যাপকহারে মুকুল আসায় এর পরিমান ধারা হয়েছে ৯০%। লক্ষমাত্রা ছড়িয়ে যাবে বলে তিনি আশা করছেন।

এখানে উৎপাদিত আমের চাহিদা দেশে এবং দেশের বাইরে বেশ ভাল। এ উপজেলার আম চাষিরা সবাই বানিজ্যিক ভিত্তিতে আমচাষ করছেন। ফলে তারা আম চাষে দক্ষ হওয়ায় আমের প্রতিবছর উৎপাদন ভাল হয়। সে লক্ষে চাষিদের উৎসাহ দিচ্ছেন তারা বলে জানান তিনি। তিনি আরও জানান, আবহাওয়া এখন পর্যন্ত ভাল রয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া ভাল থাকলে এবছর পোরশায় আম উৎপাদন লক্ষ্য মাত্রা ছাড়িয়ে যাবে এবং চাষিরা আমের ভাল দাম পাবেন বলে তিনি আশা প্রকাশ করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে