শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ইসলামপুরে বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন ভাতা উত্তোলন!

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  ১১ মার্চ ২০২৫, ০০:০০
ইসলামপুরে বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন ভাতা উত্তোলন!

জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রেজ্জাকের বিরুদ্ধে গত ১৫ বছর দলীয় প্রভাব খাটিয়ে, অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, অবৈধভাবে কমিটি গঠন ও বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন ভাতা উত্তোলনসহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরের শিক্ষক ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সহায়তায় বরাদ্দকৃত ৫ লাখ টাকা আত্মসাৎ, শিক্ষকরা কোন প্রকার টিউশন ফি টাকা না পাওয়া, প্রধান শিক্ষকের আত্মীয়-স্বজন দিয়ে অবৈধভাবে কমিটি বোর্ড থেকে জালিয়াতি করে কমিটির অনুমোদন নেয়।

জাল সনদ ও ভুয়া নিবন্ধন দিয়ে আত্মীয়-স্বজন ও অন্যান শিক্ষকদের নিয়োগ, বিদ্যালয়ের হাজিরা খাতাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র, সরকারি ল্যাপটপ, প্রজেক্টর, কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ মালামাল বাসায় নিয়ে যাওয়াসহ নানা অভিযোগ তার বিরুদ্ধে।

এ বিষয়ে বিভিন্ন দপ্তরে স্থানীয় জহুরুল হক স্বাক্ষরিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে কার্যকরী কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে ইউএনও তৌহিদুর রহমান জানান, অভিযোগটি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

জানতে গোয়ালেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে