চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আপন মেয়ের জামাই'র হাতে রশিদা বেগম (৪৫) নামের এক শাশুড়ী খুন হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।
গত রোববার সকালে উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন পূর্ব পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এদিকে ঘটনার খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে মৃত রশিদা কে দেখার জন্য ভিড় জমাচ্ছে।
জানা যায়, নিহত শাশুড়ী রশিদা বেগম স্থানীয় বাদশা মিয়ার স্ত্রী। ঘাতক মেয়ের জামাই একই এলাকার ফরিদের পুত্র হেলাল উদ্দিন উদ্দিন প্রকাশ মানিক।
স্থানীয় জানান, ঘাতক মানিকের সাথে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিলো। ঘটনার দিন সকালে স্বামী-স্ত্রী সঙ্গে ঝগড়ার। এরপর স্ত্রী কর্মস্থল কেইপিজেডে চলে গেলে শাশুড়ীর সঙ্গে ঝগড়া বাঁধে মেয়ের জামাই এর। এ সময় মেয়ের জামাই লোহার রড দিয়ে শাশুড়ীকে ভারি মারলে ঘটনাস্থলেই শাশুড়ীর মৃতু্য হয়। ঘটনার পর থেকে ঘাতক মেয়ের জামাই পলাতক রয়েছে বলেও গেছে।
\হআনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন সাংবাদিকদের জানান, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।