শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সিংগাইর থানার ওসিকে হয়রানি প্রতিবাদে মানববন্ধন

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  ১১ মার্চ ২০২৫, ০০:০০
সিংগাইর থানার ওসিকে হয়রানি প্রতিবাদে মানববন্ধন

মানিকগঞ্জের সিংগাইর থানার সদ্য প্রত্যাহার করা ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের বিরুদ্ধে আওয়ামীপন্থি কতিপয় গণমাধ্যমে 'ঘুষবাণিজ্য'র মনগড়া প্রতিবেদন করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এর প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

স্থানীয়রা জানান, ওসি জাহিদুল ইসলাম সিংগাইর থানায় যোদানের পর থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ ও পতিত আওয়ামী লীগের অভিযুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করে, যা আওয়ামীপন্থি সাংবাদিকেরা ভালোচোখে নেননি। তাই পরিকল্পিতভাবেই সিন্ডিকেট করে সিংগাইর থানার ওসির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে।

জানা যায়, গত ৫ আগস্ট সিংগাইর থানার আওতাধীন ধলস্না পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দেওয়ার মামলায় সায়েস্তা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিংগাইর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোস্তাক আহমেদের বাবা সায়েস্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুসলেম চোকদার গ্রেপ্তার হন। মুসলেম চোকদার স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। তাকে থানা থেকে ছাড়াতে যান সিংগাইর প্রেস ক্লাবের কতিপয় আওয়ামীপন্থি সাংবাদিক। থানা থেকে মুসলেম চোকদারকে ছাড়াতে না পেরে তারা ওসির প্রতি ক্ষিপ্ত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের কয়েকশ নেতা-কর্মীর বিরুদ্ধে গোবিন্দলের চার খুন মামলা এবং যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে হত্যাচেষ্টার পৃথক দুটি মামলা দায়ের হয়। মামলার মূল আসামিরা পালিয়ে বেড়ালেও গ্রেপ্তার হন এজহারভুক্ত ও অজ্ঞাতনামা ৫০ জনেরও অধিক আসামি। তাদের অনেকে জামিনে মুক্ত রয়েছেন।

জামিনে মুক্ত অধিকাংশ ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, তাদের সঙ্গে কোনো সাংবাদিকের কখনোই কথা হয়নি। পুলিশের সঙ্গে লেনদেনের অভিযোগ সাংবাদিকদের মনগড়া।

ধলস্না ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ইউনুস জানান, 'থানায় কোনো টাকাপয়সা লেনদেন হয়নি। আমার নাম যে সাংবাদিক পত্রিকায় লিখেছেন, তিনি আমার সঙ্গে কথা না বলে লিখেছেন। সংবাদ প্রকাশের পর জানতে পারি, পত্রিকায় আমার নামে কথা বলে রিপোর্ট প্রকাশ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা।'

এ বিষয়ে ক্লোজড হওয়া ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, 'আমি আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের শিকার। প্রকাশিত সংবাদটি মিথ্যা।' কতিপয় সংবাদকর্মী আমার কাছে গ্রেপ্তার আসামিদের কয়েকজনকে ছাড়াতে তদবিরে আসেন। আমি তাদের কথা রক্ষা না করায় আমার বিরুদ্ধে লেগেছেন।'

মানিকগঞ্জ জেলার এসপি সুজন সরকার জানান, ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে যথাযথ কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেবেন।

এদিকে এ বিষয়ে গত শনিবার সিংগাইর উপজেলার সামনে সিংগাইর থানার সাবেক ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে পুনরায় সিংগাইর থানায় আনার দাবি ও আওয়ামী দোসর সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি জানিয়ে মানববন্ধন হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে