মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ডোমারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

জুলফিকার আলী ভুট্টো
  ২৬ অক্টোবর ২০২৪, ০০:০০
ডোমারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা নিরাপদ সড়ক দিবসে আলোচনা করছেন

'ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার' এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম নীলফামারীর ডোমার উপজেলা শাখার আয়োজনে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মালা জেসমিন সভাপতিত্ব এবং ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা যায়যায়দিন পত্রিকার ডোমার উপজেলা প্রতিনিধি জুলফিকার আলী ভুট্টো সঞ্চালনা করেন। সভায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক জাবেদুল ইসলাম সানবিম, মাওলানা শিক্ষক আব্দুল আজিজ, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান, সদস্য সফিয়ার রহমান রতন, গোপাল চন্দ্র রায়, শিক্ষক দুলাল চন্দ্র রায় প্রমূখ। আলোচনা সভায় নিরাপদ সড়কের জন্য নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রের করণীয়, ট্রাফিক আইন মেনে চলা, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার, ক্রসিং সিগনাল মেনে চলা, দুর্ঘটনা রোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। যাত্রী এবং পথচারীদের বিষয় নিয়ে কথা বলা হয় যার মধ্যে উলেস্নখযোগ্য হলো মোবাইলে কথা বলতে বলতে চলন্ত গাড়িতে উঠানামা করবে না, স্টপেজ ব্যতিরেকে যেখানে সেখানে গাড়ি থামানোর অনুরোধ ও চলন্ত অবস্থায় চালকের সঙ্গে খারাপভাবে কথা বলবে না এবং গাড়ির গতি বাড়িয়ে ওভারটেক করতে উৎসাহিত করবে না।

উপদেষ্টা

ফ্রেন্ডস ফোরাম, ডোমার, নীলফামারী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে