মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

টঙ্গীতে শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

মাহবুবুর রহমান জিলানী
  ০১ মার্চ ২০২৫, ০০:০০
টঙ্গীতে শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ
ফ্রেন্ডস ফোরাম টঙ্গীর উদ্যোগে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ শেষে ফটোসেশন

বন্ধুত্ব করি, দেশ গড়ি- এই স্স্নোগানে দেশের বহুল প্রচারিত পাঠকপ্রিয় দৈনিক যায়যায়দিন পত্রিকার লেখক, পাঠক ও শুভনুধ্যায়ীদের সংগঠন ফ্রেন্ডস ফোরাম টঙ্গী শাখার উদ্যোগে শিক্ষাসামগ্রী, স্কুল ব্যাগ ও পোশাক বিতরণ করা হয়েছে। ২৫ ফেব্রম্নয়ারি মঙ্গলবার সকালে টঙ্গীর গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। শিক্ষাসামগ্রীর মধ্যে ছিল অংক খাতা, বাংলা খাতা, কলম, পেন্সিল, কাটার, রাবার, স্কুল ব্যাগ, ছোট্ট সোনামণিদের জন্য পোশাক ও খাবার বিস্কুট।

ফ্রেন্ডস ফোরাম টঙ্গী শাখার আহ্বায়ক মো. মাহবুবুর রহমান জিলানীর সভাপতিত্বে ও সদস্য-সচিব মির্জা নাদিমের সঞ্চালনায় এবং যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ শামীম রেজার পরিচালনায় এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম সাজু, যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য-সচিব নাজমুল হোসেন মন্ডল, যুগ্ম আহ্বায়ক শেখ মো. সুমন, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আলী, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরণ, সমাজসেবক মো. ফিরোজ শাহ, ফ্রেন্ডস ফোরামের সদস্য প্রকৌশলী মো. জিলস্নুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ হুমায়ুন কবির।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য-সচিব আসাদুজ্জামান নূর। সম্মানিত অতিথি ছিলেন গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক খায়রুন নেছা। বিশেষ অতিথি ছিলেন টঙ্গী সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি সিনিয়র সাংবাদিক অলিদুর রহমান অলি, যুগান্তর পত্রিকার গাছা থানা প্রতিনিধি এম এম নাসির, ফ্রেন্ডস ফোরামের সদস্য ও উদ্যোক্তা খাদিজা আক্তার মৌমি, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবিনা রহমান, মো. হাসিবুল ইসলাম, মো. রহমত উলস্নাহ, সদস্য জোবায়ের আব্দুলস্নাহসহ বিদ্যালয়ের অভিভাবক ও এলাকার সম্মানিত মুরব্বিরা।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ শামীম রেজা অনুষ্ঠানের শুরুতে বক্তব্য প্রদানকালে সব শিক্ষার্থীকে ভালো করে পড়াশোনা করতে বলেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। সংগঠনের সদস্য-সচিব মির্জা নাদিম বলেন, 'সামাজিক ও মানবিক কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। যে যার মতো করে পারেন সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করুন। মানবিক কাজ যত বেশি করবেন তত বেশি প্রশান্তি খুঁজে পাবেন।'

সাংবাদিক অলিদুর রহমান অলি বলেন, 'সামাজিক ও মানবিক কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী দেওয়ার মতো একটি সুন্দর অনুষ্ঠান করার জন্য যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম টঙ্গী শাখার আহ্বায়ক কমিটিকে ধন্যবাদ জানান।

ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক মাহবুবুর রহমান জিলানী বলেন, 'যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বিভাগীয় সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবুর নির্দেশনায় সামাজিক ও মানবিক কাজের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষাসামগ্রী উপহার দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া করে ভালো ফলাফল অর্জন করার পরামর্শ দেন। যারা ভালো লেখাপড়া করে ভালো ফলাফল করতে পারবে তাদের ভবিষ্যতেও সহযোগিতা করা হবে। টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য-সচিব আসাদুজ্জামান নূর বলেন, 'আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। প্রাথমিক বিদ্যালয় থেকেই ভালো করে লেখাপড়া করতে হবে এবং প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নত করতে হবে। সঠিক শিক্ষা নিশ্চিত করতে হবে। এই প্রাথমিক বিদ্যালয়ের একটা সুনাম আছে। তোমরা যদি প্রাথমিকে ভালো রেজাল্ট করতে পার এই স্কুলের সুনাম হবে এবং তোমরা ভালো প্রতিষ্ঠানের লেখাপড়া করার সুযোগ পাবে। লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামীর বাংলাদেশ লড়ার লক্ষ্যে কাজ করতে ছোট্ট ছোট্ট শিক্ষার্থীদের আহ্বান জানান।'

আহ্বায়ক

ফ্রেন্ডস ফোরাম টঙ্গী, গাজীপুর মহানগর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে