নেত্রকোনার পূর্বধলায় যায়যায়দিন পত্রিকার লেখক, পাঠক ও শুভানুধ্যায়ী সংগঠন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে শুক্রবার ২১ ফেব্রম্নয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহিদ মিনারে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আশরাফ উদ্দিন খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোতালিব, সহকারী প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামছুল হক মৃধা, সিনিয়র সহকারী শিক্ষক ও ফোরামের সদস্য প্রাণতোষ চন্দ্র দে, এমদাদুল ইসলাম কামাল, শরীরচর্চা শিক্ষক মো. রফিকুল ইসলাম, যায়যায়দিন পত্রিকার পূর্বধলা উপজেলা প্রতিনিধি ও ফোরামের উপদেষ্টা মো. জায়েজুল ইসলাম, ফোরামের সদস্য ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুক হোসেন ফকির, মো. আলাউদ্দিন, নিলুফা ইয়াসমিন, পারুল বেগম, মেজবাহ উদ্দিন, সাংবাদিক মিঠু সরকারসহ অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা। শেষে সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ইসলাম ধর্মীয় শিক্ষক মাওলানা আছাদুল হক।
\হ
উপদেষ্টা
ফ্রেন্ডস ফোরাম পূর্বধলা, নেত্রকোনা।