মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

গাজীপুরে শ্রেষ্ঠ সংগঠক খোন্দকার শাহিদুল হক

মো. নূরে আলম সিদ্দিকী
  ০১ মার্চ ২০২৫, ০০:০০
গাজীপুরে শ্রেষ্ঠ সংগঠক খোন্দকার শাহিদুল হক
খোন্দকার শাহিদুল হক অতিথিদের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করছেন

গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক নতুন ভোর পত্রিকার আয়োজনে ২২ ফেব্রম্নয়ারি শনিবার গাজীপুর মহানগরের নীলের পাড়াস্থ আনন্দবাড়ী পিকনিক স্পটে আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে দিনব্যাপী বার্ষিক বনভোজন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন কর হয়। এ অনুষ্ঠানে গাজীপুরের সফল সংগঠক হিসেবে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম গাজীপুরের সভাপতি খোন্দকার শাহিদুল হককে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। ওই পত্রিকার নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী ও অন্য অতিথিরা সংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে দৈনিক যায়যায়দিনের সার্কুলেশন ম্যানেজার মো. বিলল্‌াল হোসাইন, যায়যায়দিন-এর গাজীপুর মহানগর প্রতিনিধি মো. বায়েজীদ হোসেন, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম, গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার চক্রবর্তী ও সাংগঠনিক সম্পাদক মো. নূরে আলম সিদ্দিকী আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সংগঠকদের সম্মাননা স্মারক দিয়ে উৎসাহিত ও সম্মানীত করার জন্য দৈনিক নতুন ভোর পত্রিকার সংশ্লিষ্ট সবাইকে এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। খোন্দকার শাহিদুল হক এ পুরস্কার পাওয়ায় কেন্দ্রীয় ফ্রেন্ডস ফোরাম ও বিভাগীয় সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবু তাকে অভিনন্দন জানান।

সাংগঠনিক সম্পাদক, ফ্রেন্ডস ফোরাম, গাজীপুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে