মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

কেরানীগঞ্জে প্রভাতফেরি ও পুষ্পস্তবক অর্পণ

মোস্তাফিজুর রহমান ইমন
  ০১ মার্চ ২০২৫, ০০:০০
কেরানীগঞ্জে প্রভাতফেরি ও পুষ্পস্তবক অর্পণ
ফ্রেন্ডস ফোরাম কেরানীগঞ্জের বন্ধুরা শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের পূর্বে ফটোসেশন

ভাষা আন্দোলনের গৌরবময় স্মৃতিচারণা বাঙালির অবিনশ্বর সত্তার অহংকার। ভাষা শহিদদের রক্তে রাঙা ২১ ফেব্রম্নয়ারি সেই অহংবোধে শক্তি জোগায়, স্বাধিকার আদায়ের শপথে করে বলীয়ান। ১৯৫২ সালের ভাষাশহিদ ও ভাষাসৈনিকদের স্মরণে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কেরানীগঞ্জের বন্ধুরা। এ উপলক্ষে ২১ ফেব্রম্নয়ারি সকালে প্রভাতফেরি শেষে কেরানীগঞ্জ উপজেলা শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বন্ধুরা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ফোরাম কেরানীগঞ্জের উপদেষ্টা সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান তুষার, সদস্য ফরহাদ রেজা, সিয়াম হোসেন, আনোয়ার ও পলাশসহ অন্য বন্ধুরা। এর আগে ভোরের আলো ফুটতে না ফুটতেই উপজেলার কোনাখোলা মোড়ে বন্ধুদের আগমন শুরু হয়। এরপর ফ্রেন্ডস ফোরাম কেরানীগঞ্জ কমিটির সভাপতি কাওসার আহমেদের নেতৃত্বে সবাই শহিদ মিনারের উদ্দেশে রওনা দেন। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বন্ধুরা শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

বন্ধুদের উদ্দেশে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফ্রেন্ডস ফোরাম উপদেষ্টা রিনাত ফৌজিয়া বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই অসাধারণ আয়োজনে স্বেচ্ছাসেবায় বন্ধুদের আত্মনিয়োগ বাংলা ভাষার প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধার অকৃত্রিম বহিঃপ্রকাশ।

প্রচার ও জনসংযোগ সম্পাদক

ফ্রেন্ডস ফোরাম কেরানীগঞ্জ, ঢাকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে