মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

রমনায় কেন্দ্রীয় কমিটির সভা

মো. আল আমিন মৃধা
  ০১ মার্চ ২০২৫, ০০:০০
রমনায় কেন্দ্রীয় কমিটির সভা
আলোচনা শেষে কেন্দ্রীয় কমিটির বন্ধুরা ফটোসেশন

২২ ফেব্রম্নয়ারি শনিবার বিকাল ৫ টায় রমনা পার্কে সবুজাভ মাঠ চত্বরে এক সভা অনুষ্ঠিত হয়। দপ্তর সম্পাদক আল-আমিন মৃধার সঞ্চালনায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা পরিচয় পর্বের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করে। ফ্রেন্ডস ফোরামের বিভাগীয় সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবু সভাপতিত্ব করেন। কুশল বিনিময় শেষে মূল আলোচনা শুরু করার মুহূর্তেই কালবোশেখী বাতাস সহ ঝড় শুরু হয়। এর ফলে সভায় কিছুটা বিঘ্ন ঘটে। সবাই দৌড়ে প্রথমে বটগাছের নীচে পরে পার্কেও ছাউনিতে অবস্থার নেয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা সভা চলতে থাকে। কেন্দ্রীয় কমিটি সহ সারাদেশের জেলা, উপজেলা সব কমিটির কার্যক্রমের উপর লক্ষ্য রাখা এবং কার্যক্রম পরিচালনার বিষয় আলোচনা করা হয়। কেন্দ্রীয় কমিটি তথা সংগঠনকে স্বতঃস্ফূর্তভাবে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ ও সক্রিয় কর্মী কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়।

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার পার্টি, ঈদ উপলক্ষ্যে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ, অর্থ সহযোগিতা বাড়ানো, কেন্দ্রীয় কমিটির সদস্যদের সক্রিয় কার্যক্রমের উপর ভিত্তি করে ফ্রেন্ডস ফোরামের আইডি কার্ড প্রদান করা সহ সামাজিক কর্মকান্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সাধারণ সম্পাদক এ কে এম দিদারউদ্দিন সেলিম জানান সংগঠন কে সমৃদ্ধকরণে নিঃস্বার্থবান সক্রিয় ব্যক্তির কোন বিকল্প নেই, আমাদের প্রয়োজন স্বচ্ছ, দক্ষ ও আদর্শবান জনবল। সঞ্চালনাকালীন সময়ে দপ্তর সম্পাদক আল-আমিন মৃধা জানান অনলাইনের এ যুগে সারাবিশ্ব এখন হাতের মুঠোয়, তাই অনলাইনে আরও সক্রিয় হতে হবে, ফেসবুক, মেসেন্‌জার, হোয়াটসঅ্যাপ সহ ভার্চুয়ালী সর্বস্তরে প্রচার প্রচারণা বাড়াতে হবে এবং সারাদেশের কমিটিগুলোর সাথে কেন্দ্রীয় কমিটির যোগাযোগ ব্যবস্থা আরও জোরদার করতে হবে। যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম পারভেজ বলেন, 'মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা ঐক্যবদ্ধ'।

আলোচনা সভায় আরও যারা উপস্থিত ছিলেন তারা হলেন সহ-সভাপতি- সাজ্জাদ হোসেন রিজু, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রিমা, সহ সাংস্কৃতিক সম্পাদক নিপা আহমেদ সারাহ্‌, সদস্য উম্মে মায়মুনা প্রমুখ এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন কেন্দ্রীয় ফ্রেন্ডস ফোরামের সভাপতি সাখাওয়াত হোসেন। সেদিনের ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে যারা উপস্থিত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানানো এবং ঝড়ের মধ্যে আসতে পারেননি তাদেরকেও শুভাশীষ জানানো হয়। সর্বশেষ সভার সভাপতি বক্তব্যে জানান দেশ ও জাতি গঠনে ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা নিরলস পরিশ্রম করে যাবে। বন্ধুরা হাত হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে ভালো কাজে যুক্ত থাকবে। সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সভা মূলতবী করা হয়।

দপ্তর সম্পাদক,

ফ্রেন্ডস ফোরাম কেন্দ্রীয় কমিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে