মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

টাঙ্গাইলে শহিদ মিনারে ফুলেল শ্রদ্ধা

কবির হোসেন
  ০১ মার্চ ২০২৫, ০০:০০
টাঙ্গাইলে শহিদ মিনারে ফুলেল শ্রদ্ধা
টঙ্গীর বন্ধুরা পুষ্পস্তবক অর্পণ শেষে নিরাবতা পালন করছেন

অমর একুশে ফেব্রম্নয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলার কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানায় ফ্রেন্ডস ফোরাম টাঙ্গাইল শাখার বন্ধুরা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, আদর্শ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম উজ্জ্বল। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক, মো.ওবায়দুল ইসলাম, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল হালিম, একাডেমির চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুর রহমান, সহকারী অধ্যাপক মো. ওবায়দুর রহমান, প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. রাইসুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম উজ্জ্বল বলেন, 'বাঙালি জাতির সত্তার অন্যতম প্রেরণাদায়ী ইতিহাস ১৯৫২ সালের ভাষা আন্দোলন। পৃথিবীতে বাঙালিরাই ভাষা রক্ষার্থে জীবন দিয়েছে। জীবনের বিনিময়ে মাতৃভাষা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। ভাষাকে বিকৃতির হাত থেকে রক্ষা করবোই ইনশাআলস্নাহ।' টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক কবির হোসেনের পরিচালনায় বন্ধুদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সুমন, নাহিদ ও জয় প্রমুখ।

সাধারণ সম্পাদক

ফ্রেন্ডস ফোরাম টাঙ্গাইল. ঢাকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে