করোনা ভাইরাস প্রতিরোধে গত বছরের ২৭ জানুয়ারি টিকাদান শুরুর পর থেকে এ বছরের ২২ জানুয়ারি পর্যন্ত দেশে টিকাদান সোয়া ১৫ কোটি ছাড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (২২ জানুয়ারি পর্যন্ত) দেশে টিকা দেওয়া হয়েছে ১৩ লাখ ৫৩ হাজার ৩৭৭ ডোজ। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৯ লাখ ৭৭ হাজার ২৫৯ জন, দ্বিতীয় ডোজ তিন লাখ ৬৭ হাজার ৫৯৯ জন এবং বুস্টার ডোজ নিয়েছেন ৭৮ হাজার ৫১৯ জন।
প্রথম ডোজগ্রহীতাদের মধ্যে পুরুষ চার লাখ ৬৫ হাজার ৫৯৭ জন ও নারী পাঁচ লাখ ১১ হাজার ৬৬২ জন। দ্বিতীয় ডোজগ্রহীতাদের মধ্যে পুরুষ এক লাখ ৭৮ হাজার ৫৮ জন ও নারী এক লাখ ৮৯ হাজার ৫৪১ জন এবং বুস্টার ডোজগ্রহীতারদের মধ্যে পুরুষ ৫০ হাজার ৩৩৫ জন ও নারী ২৮ হাজার ১৮৪ জন।
দেশে গত বছরের ২৭ জানুয়ারি করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd