শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঝলমলে শহর গড়ে ওঠার পদধ্বনি কেরানীগঞ্জে

পদ্মা সেতুকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের শিল্প, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন এবং আবাসন ব্যবসার বিপুল সম্ভাবনার আভাস পেয়ে অনেকেই হুমড়ি খেয়ে পড়েছেন রাজধানীর এই উপজেলায়
মাসুম পারভেজ, কেরানীগঞ্জ (ঢাকা)
  ১৪ মে ২০২২, ০০:০০
আপডেট  : ১৪ মে ২০২২, ০৯:২৭
পদ্মা সেতুকে ঘিরে কেরানীগঞ্জে গড়ে উঠবে পরিকল্পিত আধুনিক মডেল টাউন -প্রতীকী ছবি

ঢাকা মহানগরীর সর্বনিকটবর্তী উপজেলা কেরানীগঞ্জ। এক সময় উন্নয়নবঞ্চিত ও অবহেলিত এ এলাকা নিয়ে স্থানীয়রা 'বাতির নিচে অন্ধকার' বলে আফসোস করতেন। তবে সে চিত্র আজ আর নেই। পদ্মা সেতুকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের শিল্প, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন এবং আবাসন ব্যবসার বিপুল সম্ভাবনার আভাস পেয়ে অনেকেই হুমড়ি খেয়ে পড়েছেন রাজধানীর এই উপজেলায়। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পরিকল্পিত আধুনিক মডেল নগরী গড়ে ওঠার পথে কেরানীগঞ্জ। এ সুবাদে একের পর এক আবাসন প্রকল্পের ফিতে কাটার ধুম পড়েছে এখানে। ফলে তিলোত্তমা ঢাকার পাশে নতুন এক ঝলমলে শহর গড়ে ওঠার পদধ্বনি পাওয়া যাচ্ছে কেরানীগঞ্জে। কোন্ডা, তেঘরিয়া, শুভাঢ্যা, বাস্তা, আগানগর, জিনজিরা, কালিন্দী, রোহিতপুর, শাক্তা, তারানগর, কলাতিয়া ও হযরতপুর- এই ১২ ইউনিয়ন নিয়ে একটি সম্ভাবনাময় আধুনিক উপজেলা গড়ে উঠার পথে কেরানীগঞ্জ। সরকারি উদ্যোগে এখানে গড়ে উঠছে রাজউকের ঝিলমিল আবাসন প্রকল্প, বিসিক শিল্পনগরী, সেনাবাহিনীর নিউ ডিওএইচএস আবাসন প্রকল্প, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রকল্প। এছাড়া নিচু ও পতিত জমি ভরাট করে বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে নতুন নতুন আবাসন প্রকল্প। সবচেয়ে বেশি আবাসন প্রকল্প গড়ে উঠেছে কোন্ডা, তেঘরিয়া, শুভাঢ্যা, বাস্তা, রোহিতপুর ও হযরতপুর ইউনিয়নের বিভিন্ন মৌজায়। ঢাকা-মাওয়া রোড দিয়ে যাওয়ার সময় রাস্তার দুই পাশে অনেক প্রতিষ্ঠানের সাইনবোর্ড চোখে পড়বে। এই রোডের একেবারে গা ঘেঁষে রয়েছে দেশের অন্যতম শীর্ষ আবাসন শিল্প প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের দৃষ্টিনন্দন প্রকল্প। 'দ্য ভ্যালি' নামের একটি ডুপেস্নক্স সিটি গড়ে তুলছে প্রতিষ্ঠানটি। রাস্তার ডানপাশে

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে