সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সায়েন্স ল্যাব ও গুলিস্তানে বিস্ফোরণে নাশকতার আলামত মেলেনি

-পুলিশ মহাপরিদর্শক
যাযাদি রিপোর্ট
  ১৪ মার্চ ২০২৩, ০০:০০

সায়েন্স ল্যাব ও গুলিস্তানে বিস্ফোরণে হতাহতের ঘটনায় নাশকতার কোনো তথ্য মেলেনি। এমনকি নাশকতার কোনো আলামতও পাওয়া যায়নি। দু'টিই নিছক দুর্ঘটনা বলে এখন পর্যন্ত তদন্তে জানা গেছে।

সোমবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান শেষে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুলস্নাহ আল-মামুন এমনটাই জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, বিস্ফোরণের ঘটনার সঙ্গে জঙ্গিদেরও কোনো সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি। বিস্ফোরণের ঘটনা দু'টি কোনো নাশকতামূলক ঘটনা না। তারপরেও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। আইনগতভাবে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, গত ৫ মার্চ সকাল সাড়ে ১০টায় সায়েন্স ল্যাব এলাকার ৩৪ নম্বর মিরপুর সড়কের তিনতলা শিরিন

ম্যানশনে ভয়াবহ বিস্ফোরণে তিনজনের মৃতু্য হয়। আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ ২০ জন। অন্তত ৩৫ বছরের পুরনো ভবনটির তিনতলায় ভয়াবহ বিস্ফোরণের পর আগুন লেগে যায়।

এমন ঘটনার এক দিন পর গত ৭ মার্চ বিকাল সাড়ে ৪টায় পুরান ঢাকার সিদ্দিক বাজারে ১৮০ ও ১৮০/১ নম্বর পাশাপাশি দু'টি বহুতল ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে সোমবার পর্যন্ত ২৪ জনের মৃতু্য হয়েছে। দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড পস্নাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন ৮ জন। তাদের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ২০ জন।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক বলেন, পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ চলছে। সেখানে জঙ্গিদের আস্তানার সন্ধান মিলেছে। জঙ্গিদের অবস্থান চিহ্নিত করে অভিযান অব্যাহত আছে। ইতোমধ্যেই পাহাড়ে থাকা জঙ্গিদের গ্রেপ্তারে বেশ কয়েকটি সফল অভিযান পরিচালনা করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মনিরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ফাতেমা বেগম, এসবির উপ-মহাপরিদর্শক আমেনা বেগম, সাবেক উপমহাপরিদর্শক মিলি বিশ্বাস ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে