শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকারের সুর নিচের দিকে নেমে এসেছে :ফখরুল

যাযাদি রিপোর্ট
  ৩০ মে ২০২৩, ০০:০০
সোমবার রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জিয়াউর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচি মির্জা ফখরুল ইসলাম আলমগীর -স্টার মেইল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'কয়েকদিন আগেও লাফালাফি করেছে, এখন যুক্তরাষ্ট্রের এক ভিসা নীতিতেই ক্ষমতাসীন আওয়ামী লীগের সুর নরম হয়ে এসেছে। এখন এক ভিসা নীতিতে লাফালাফি কমে এসেছে।'

সোমবার রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন।

মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রের ভিসা নীতির দিকে ইঙ্গিত করে বলেন, 'এই আওয়ামী লীগ ১৯৭২ থেকে '৭৫ পর্যন্ত ক্ষমতায় ছিল। গণতন্ত্রকে ধ্বংস করে ক্ষমতাকে কুক্ষিগত করতে সেদিনও বাকশাল করেছিল। তারা আবারও ভিন্ন মোড়কে একদলীয় বাকশাল করতে চায়। কিন্তু কথায় বলে না মানুষ ভাবে এক; হয়ে যায় আরেক। কয়েকদিন আগেও কত লাফালাফি, কী লাফালাফি। এখন এক ভিসা নীতিতে লাফালাফি কমে এসেছে। এখন বলা হচ্ছে- সংঘাত চাই না; আলাপ আলোচনার মধ্য দিয়ে সমাধান করতে হবে; আমরা তো বাধা দিচ্ছি না।'

বিএনপি মহাসচিব বলেন, 'দেশের মানুষ আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে নির্বাচন সুষ্ঠু হবে তা মনে করে না- এটাই বাস্তবতা। যে সংসদে সংবিধান পরিবর্তন করা হয়েছে, সংবিধানকে পরিবর্তন করে সংসদ রেখে নির্বাচনের কথা বলা হয়েছে সেই সংসদ বিলুপ্ত করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।'

মির্জা ফখরুল বলেন, 'সরকার সারাদিন উন্নয়ন উন্নয়নের কথা বলে। অথচ এই দেশের অর্থনীতি আগে কখনো এত খারাপ হয়নি। গলাবাজি আর কত করবে? এখন হঠাৎ করে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স বাড়তে শুরু করেছে। এটা তো বিস্ময়ের ব্যাপার! যারা আমেরিকায় যায়, তারা সাধারণত বাড়ি-ঘর বিক্রি করে সেদেশে যায়। আর সাধারণ মানুষরা মধ্যপ্রাচ্য-সৌদি আরব, কুয়েত, কাতারে যায়। এরা ওখান থেকে রেমিট্যান্স নিয়ে আসে। এখন কী এমন জাদু তৈরি হলো আমেরিকা থেকে রেমিট্যান্স আসছে! এখন আবার ফেরত আনছে। কারণ একদিকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ঘোষণা, অন্যদিকে আড়াই পার্সেন্ট ইনসেন্টিভ পাবে। সব দিক দিয়ে চুরি চুরি।

নেতাকর্মীদের সতর্ক করে বিএনপি মহাসচিব বলেন, 'অগ্নিসন্ত্রাস করবে তারা (ক্ষমতাসীনরা), দোষ দেবে বিএনপির; করেছেও তাই। এসব ফাঁদ থেকে সাবধান থাকতে হবে।'

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, জিয়াউর রহমান রাজনীতিবিদ হিসেবে সফল, রাষ্ট্রপ্রধান হিসেবেও সফল।

স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপির লজ্জিত হওয়ার কোনো ইতিহাস নেই, গৌরব করার মতো ইতিহাস আছে। বিএনপি সামরিক শাসন জারি করে নাই, গণতন্ত্র হত্যা করে নাই। এই আওয়ামী লীগ ১/১১-এর অবৈধ সরকারকে বৈধতা দিয়েছে।

স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ সম্পর্কে বিশ্ব কী চিন্তা করছে- তা সবাই জানেন। আমেরিকায় গণতন্ত্র সম্মেলনে পৃথিবীর ১০৭ গণতান্ত্রিক রাষ্ট্রকে আমন্ত্রণ জানালেও বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি।

স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, আওয়ামী লীগের অত্যাচারের ইতিহাস আজ নতুন নয়। অবাধ লুটপাটের কারণে দেশে দুর্ভিক্ষ হয়েছিল। রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছিল।

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, ডা. এজেডএম জাহিদ, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উলস্নাহ আমান, আব্দুস সালাম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে