সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

রেজা কিবরিয়াকে অভিশংসন করল গণঅধিকার

যাযাদি ডেস্ক
  ০২ জুলাই ২০২৩, ০০:০০

গণঅধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়াকে অভিশংসন (ইমপিচমেন্ট) করা হয়েছে।

শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় গণঅধিকার পরিষদ।

এতে বলা হয়, গণঅধিকার পরিষদের জরুরি সভায় দলের দুই-তৃতীয়াংশ সদস্যের মতামতের ভিত্তিতে রেজা কিবরিয়াকে অভিশংসন করা হয়েছে।

এদিন বেলা ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা করে গণঅধিকার পরিষদ। কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেননি ডক্টর রেজা কিবরিয়া।

এদিকে শনিবার

এই সভায় অংশ নেননি দলের আহ্বায়ক রেজা কিবরিয়া। সভায় অংশগ্রহণ না করার কারণ ব্যাখ্যা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। তাতে তিনি লেখেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যদের নিয়ে পূর্বঘোষিত বিশেষ জরুরি সভা ১ জুলাই (শনিবার) সকাল ১১ ঘটিকায় গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আমি নিজেও সভায় উপস্থিত হওয়ার জন্য রওনা দিয়েছিলাম। বিভিন্ন সোর্স থেকে জানতে পারলাম ভিপি নুর একই সময়ে আরও তিনটি সভা ডেকেছেন।'

পোস্টে রেজা কিবরিয়া আরও উলেস্নখ করেন, 'আমি আরও জানতে পারলাম কেন্দ্রীয় কমিটির সভায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে সারাদেশ থেকে বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও বহিরাগত লোক এনে কার্যালয়ের আশপাশে জড়ো করেছেন। কার্যালয়ের ল্যান্ড ওনার্স আমাকে রাতে অবগত করেছেন বিশৃঙ্খলা এড়াতে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন। এসব ঘটনা স্পষ্টতই একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির উদ্দেশ্য মনে হওয়ায় নেতাকর্মীদের নিরাপত্তার কথা চিন্তা করে আমি রাস্তা থেকে ব্যাক করে চলে আসি।'

এমতাবস্থায় সভার কোরাম পূর্ণ হলে সভাটি গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন করার আহ্বান করছি বলে যোগ করেন রেজা কিবরিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে