সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

করোনায় মৃতু্য নেই, শনাক্ত ৪২

যাযাদি ডেস্ক
  ০৩ জুলাই ২০২৩, ০০:০০

দেশে করোনা আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় কারও মৃতু্য হয়নি। ফলে মোট মৃতু্যর সংখ্যা ২৯ হাজার ৪৬২ জনেই রয়েছে। তবে এক দিনে নতুন করে শনাক্ত হয়েছে ৪২ জন। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪২ হাজার ৭০২ জনে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭৮৮টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৮৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৪ লাখ ৭২ হাজার ৮৫৩টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার পাঁচ দশমিক ৩৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃতু্যর হার এক দশমিক ৪৪ শতাংশ।

এ ছাড়া, বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ ২৪ ঘণ্টায় ২৩৪ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৯ হাজার ১৮৫ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে