এবার ডিএমপির তিন
কর্মকর্তাকে বদলি
ম যাযাদি ডেস্ক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বদলির পর পদায়ন করা হয়েছে। বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
পদায়নকৃত পুলিশ কর্মকর্তারা হলেন- উত্তরা বিভাগের উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) মুহাম্মদ রাইসুল ইসলামকে সচিবালয়-নিরাপত্তা বিভাগে, একই স্থানের সহকারী কমিশনার মো. রওশন আলীকে রিসার্চ অ্যান্ড কন্ট্রোল সেন্টারে (এডমিন) এবং ডিবি গুলশানের সহকারী কমিশনার জ্যোতির্ময় সাহাকে উত্তরা বিভাগের উত্তরা জোনে বদলি করা হয়েছে।
আইনজীবী-পুলিশ সংঘর্ষ
মামলা খারিজের
প্রতিবাদে বিক্ষোভ
আইনজীবীদের
ম যাযাদি ডেস্ক
বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন ইউনাইটেড ল'ইয়ার্স ফোরামের পদযাত্রায় পুলিশের হামলার অভিযোগে করা মামলার আবেদন খারিজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে মিছিলটি শুরু হয়ে আদালত প্রাঙ্গণের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ইউনাইটেড ল'ইয়ার্স ফোরামের আহ্বায়ক মো. মহসিন মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল লতিফ তালুকদার, আব্দুর রাজ্জাক, খোরশেদ আলম ও সমন্বয়ক ওমর ফারুক ফারুকী প্রমুখ।
বক্তারা বলেন, আমরা আমাদের এক দফার আন্দোলন চালিয়ে যাব। তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন আরও বেগবান হবে। পুলিশের বিরুদ্ধে আইনজীবীদের করা মামলা খারিজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
উলেস্নখ্য, বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন করেন ঢাকা বারের সাবেক সভাপতি মহসিন মিয়া। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড শেষে আদেশ পরে দেবেন বলে জানান। পরবর্তীতে মামলা নেওয়ার মতো উপাদান নেই উলেস্নখ করে আদালত তা খারিজ করে দেন।
গুলশান কাঁচাবাজার
নিলামে উঠছে মার্কেটের ঝুঁকিপূর্ণ মালামাল
ম যাযাদি ডেস্ক
গুলশান-২ নম্বরে কাঁচাবাজার মার্কেটের ঝুঁকিপূর্ণ মাছ-মাংসের ভবনের সব অকেজো ও অপসারণযোগ্য মালামাল নিলামে তুলছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মাহে আলম এ বিষয়ে একটি নিলাম বিজ্ঞপ্তি জারি করেছেন।
প্রধান সম্পত্তি কর্মকর্তা জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মালিকানাধীন গুলশান-২ কাঁচাবাজার মার্কেটের ঝুঁকিপূর্ণ মাছ-মাংসের ভবনের অকেজো, অপসারণযোগ্য মালামাল (যেখানে যে অবস্থায় আছে সে অবস্থার ভিত্তিতে) নিলামে বিক্রি হবে। সে লক্ষ্যে আগামী ২৫ সেপ্টেম্বর নগর ভবনে প্রকাশ্য নিলাম ডাকের আয়োজন করা হয়েছে।