সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
নূ্যনতম মজুরি

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাল গার্মেন্ট শ্রমিক-শিল্প ঐক্য

যাযাদি রিপোর্ট
  ২০ নভেম্বর ২০২৩, ০০:০০

সরকার ঘোষিত পোশাক শ্রমিকদের নূ্যনতম মজুরি সাধারণ শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য হয়েছে দাবি করে এমন পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক-শিল্প ঐক্য।

রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক সিরাজুল ইসলাম রনি এই ধন্যবাদ জানান। পাশাপাশি ২৯ অক্টোবর থেকে যারা পোশাক কারখানায় অস্থিরতা তৈরি করেছে, তাদের আইনের আওতায় আনারও দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম রনি বলেন, 'রপ্তানিমুখী পোশাকশিল্পে ৪০ লাখের বেশি শ্রমিক কর্মরত আছে। বারবার একটি মহল শ্রমিকদের রুটি-রুজির জায়গা ধ্বংস করে এবং শ্রমিকদের রক্ত ঝরায়। এ ছাড়া ১৯টি পোশাক কারখানাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, যা শ্রমিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে। যাদের ইন্ধনে শ্রমিকরা হয়রানির শিকার হয়, তাদের খুঁজে বের করতে হবে।'

লিখিত বক্তব্যে তিনি জানান, যখন মজুরি বোর্ডের যৌথ দর কষাকষি ও মজুরি প্রস্তাবনা করা হয় তখন শ্রমিকদের ভুল তথ্য দিয়ে একটি মহল উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করে। এর পরিপ্রেক্ষিতে নিরীহ চারজন শ্রমিক প্রাণ হারায়, অনেক শ্রমিকের রক্ত ঝরে।

তিনি বলেন, 'দেশে শতাধিক শ্রমিক সংগঠন আছে। আমরা ১৪টি শ্রমিক সংগঠন নূ্যনতম মজুরিকে স্বাগত জানাচ্ছি। আমরা আপাতত এটা মেনে নিয়েছি, কেননা গার্মেন্ট বন্ধ হওয়ার শঙ্কা রয়েছে। আমরা তো তাদের চাকরি মেনে নিয়েছি। এ ছাড়া তারা ফ্যামিলি কার্ড ও রেশনিংয়ের প্রতিশ্রম্নতি দিয়েছে।'

তিনি আরও বলেন, 'ডলারের হিসাবে শ্রমিকদের বেতন বাড়েনি। এখন গার্মেন্টে ওভারটাইম বন্ধ আছে। সেটা চালু হলে শ্রমিকরা উপকৃত হবে।'

সংবাদ সম্মেলনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক-শিল্প ঐক্যের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে