বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

রংপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

রংপুর প্রতিনিধি
  ০২ জুলাই ২০২৪, ০০:০০
রংপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

রংপুরে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দোলনচাপা ট্রেনের ধাক্কায় নিহত অজ্ঞাত এক নারীর (৪২) মরদেহ রোববার উদ্ধার করেছে পুলিশ। এর আগে কাউনিয়ার মীরবাগ রেলওয়ে স্টেশনের কিছু দূরে এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় তিনি রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন।

লালমনিরহাট রেলওয়ে গোয়েন্দা বিভাগের ডিআইও নজরুল ইসলাম বলেন, পঞ্চগড়গামী দোলনচাপা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ওই নারী লাইনের পাশে ছিটকে পড়েন। এতে ওই নারী মাথায় ও মুখে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরিচয় পাওয়া না গেলে ওই অজ্ঞাত নারীর মরদেহ আঞ্জুমানে পাঠানো হবে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে