বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
শ্রমিক অসন্তোষ

গাজীপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, আটক ৪

গাজীপুর প্রতিনিধি
  ০৫ জুলাই ২০২৪, ০০:০০
গাজীপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, আটক ৪

বার্ষিক হাজিরা বোনাসের পাওনা টাকা দাবি করে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের চলা আন্দোলনের মধ্যেই পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। বুধবার বিকালে শ্রীপুর থানায় মামলাটি করেছেন শিল্প পুলিশের এসআই এবিএম কামাল উদ্দিন। এতে অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে, এ ঘটনায় পোশাক শ্রমিক সংগঠনের এক নেতাসহ চারজনকে আটক করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের রঙ্গিলা বাজার এলাকায় অবস্থিত আনোয়ারা নিট কম্পোজিট নামে একটি মিলের শ্রমিকরা বার্ষিক হাজিরা বোনাসের দাবিতে কারখানায় কর্মবিরতি এবং দুপুর ১২টা থেকে পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে শিল্প পুলিশের ইন্সপেক্টর আ স ম আব্দুর নুরের মাথা ফেটে যায়। এএসআই ইনসানের দাঁত ভেঙে যায় এ ছাড়াও পুলিশের আরও কয়েকজন কনস্টেবল আহত হন। এ ঘটনায় ওইদিনই ঘটনাস্থল থেকে গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরামের স্থানীয় সেক্রেটারি নয়ন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। পরে আরো তিনজনকে আটক করা হয়।

1

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো: সারোয়ার আলম জানান, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বার্ষিক পাওনা ছুটির টাকা এ মাসে দেওয়ার কথা ছিল, তা এ মাসে না দিয়ে সামনের ৬/৭ তারিখে যে বেতন দেয়া হবে তার সঙ্গে দেবে বলে জানানো হয়। শ্রমিকদের কিছু অংশ এ প্রস্তাব মানলেও অন্যরা তা মানেনি। তারা বলেন- পুলিশ হচ্ছে মালিকের পক্ষের লোক, পুলিশকে তারাই এনেছে। এসব নিয়ে কথা কাটাকাটি ধাক্কা ধাক্কির একপর্যায় কিছু লোক পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। এসময় ওই ইন্সপেক্টরসহ আমাদের কয়েকজন পুলিশ আহত হন। ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। চারজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শ্রীপুর থানার ওসি মো. আকবর আলী জানান, হামলার ঘটনায় বুধবার বিকালে শ্রীপুর থানায় মামলা হয়েছে। শিল্প পুলিশের এসআই এবিএম কামাল উদ্দিন বাদি হয়ে ওই মামলাটি দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে