রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
চট্টগ্রামে বাড়ছে প্রকোপ ২ নারীর মৃতু্য

ডেঙ্গুতে একদিনে ৫ মৃতু্য হাসপাতালে ৫৩৪ জন

যাযাদি ডেস্ক
  ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ডেঙ্গুতে একদিনে ৫ মৃতু্য হাসপাতালে ৫৩৪ জন
ডেঙ্গুতে একদিনে ৫ মৃতু্য হাসপাতালে ৫৩৪ জন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত একদিনে দেশে পাঁচজনের মৃতু্যর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে একদিনে নতুন করে আরও ৫৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ১০২ জনের মৃতু্য হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ২০৫ জন ভর্তি হয়েছেন। এর বাইরে ঢাকা বিভাগে ৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১১৩ জন, খুলনা বিভাগে ৫৯ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে একজন এবং বরিশাল বিভাগে ৩৭ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮১৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশের বিভিন্ন হাসপাতালে মঙ্গলবার সকাল পর্যন্ত ১ হাজার ৬৬৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ৯৩৮ জন; ঢাকার বাইরে এ সংখ্যা ৭২৬।

চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃতু্য হয়েছে। ফেব্রম্নয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, মৃতু্য হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হন ৩১১ জন; এর মধ্যে পাঁচজনের মৃতু্য হয়েছে। এপ্রিলে আক্রান্ত হন ৫০৪ জন, মারা গেছেন দুইজন। মে মাসে আক্রান্ত হন ৬৪৪ জন, এর মধ্যে মারা গেছেন ১২ জন। জুনে আক্রান্ত ৭৯৮ জনের মধ্যে মৃতু্য হয়েছে আট জনের।

জুলাইয়ে ২ হাজার ৬৬৯ জন আক্রান্ত হয়েছেন, মৃতু্য হয়েছে ১২ জনের। আগস্ট মাসে আক্রান্ত হন ৬ হাজার ৫২১ জন, এর মধ্যে মৃতু্য হয়েছে ২৭ জনের। সেপ্টেম্বরের ১০ দিনে ৩ হাজার ৯৭৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, মৃতু্য হয়েছে ১৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ও মৃতু্যর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃতু্যও হয়।

চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর

প্রকোপ : ২ নারীর মৃতু্য

চট্টগ্রাম বু্যরো জানায়, হঠাৎ করেই চট্টগ্রাম নগরজুড়ে বাড়ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুই নারী। এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে ৯ জন। এর মধ্যে চলতি সেপ্টেম্বরে মারা গেছেন ৪ জন।

মঙ্গলবার বিকালে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়।

তাদের দেওয়া তথ্যানুযায়ী, মৃত দুই জনের মধ্যে একজনের নাম শাকিলা আক্তার (২৬) ও অপর জনের নাম শান্তা সর্দার (২০)। দুইজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর মধ্যে শাকিলা ৯ সেপ্টেম্বর এবং শান্তা ৭ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন রোগী। তারা সবাই চট্টগ্রামের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭১৪ জন। গত জানুয়ারিতে আক্রান্ত হয় ৬৯ জন, ফেব্রম্নয়ারিতে ২৫ জন, মার্চে ২৮ জন, এপ্রিলে ১৮ জন, মে তে ১৭ জন, জুনে ৪১ জন এবং জুলাইয়ে ১৯৮ জন, আগস্টে ২০২ জন এবং সেপ্টেম্বরে গতকাল পর্যন্ত ১০৪ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া জানুয়ারিতে মারা গেছেন ২ জন, মার্চে ১ জন, জুলাইয়ে ১ জন, আগস্টে ১ জন এবং সেপ্টেম্বরে ৪ জন মারা গেছেন।

২০২৩ সালে চট্টগ্রাম নগর ও বিভিন্ন উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে মোট ভর্তি হয়েছিল ১৪ হাজার ৮৭ জন। এরমধ্যে মারা যায় ১০৭ জন। এ ছাড়া ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যান ৪১ জন, ২০২১ সালে আক্রান্ত হয় ২২১ জন এবং মারা যায় ৫ রোগী।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, চলতি মাসে চট্টগ্রাম নগরে ডেঙ্গুর প্রকোপ বাড়া শুরু হয়েছে। গত কয়েক মাস আগে নগরের চেয়ে উপজেলায় ডেঙ্গু আক্রান্তের হার বেশি ছিল। কিছুদিন আগে ভারি বৃষ্টিপাত হয়েছে। এখন আবার সাম্প্রতিক সময়ে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। থেমে থেমে বৃষ্টি ডেঙ্গুবাহী এডিস মশা প্রজননে সহায়ক ভূমিকা পালন করে। তাই সবাইকে বাড়তি সতর্ক থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে