মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

কক্সবাজারে মা-মেয়েকে গলা কেটে হত্যা

যাযাদি ডেস্ক
  ২৬ অক্টোবর ২০২৪, ০০:০০
কক্সবাজারে মা-মেয়েকে গলা কেটে হত্যা

কক্সবাজারে কুতুবদিয়া উপজেলায় এক নারী ও তার মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে।

কুতুবদিয়া থানার ওসি মো. আরমান হোসেন জানান, শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার আলী আকবরডেইল ইউনিয়নের শান্তি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার নুর আক্তার সওদাগরের স্ত্রী রুনা আক্তার (৩৫) ও মেয়ে জারিয়া আক্তার (৬)।

তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতদের স্বজনের বরাতে ওসি বলেন, 'বাড়ির গৃহকর্তা স্থানীয় একটি মসজিদে জুমার নামাজ পড়তে যান। পরে বাড়ি ফিরে কারও কোনো সাড়াশব্দ না পেয়ে রান্নাঘরের দিকে যান। তখন রান্নাঘরের মেঝেতে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে দুজনের লাশ উদ্ধার করে।'

এদিকে স্ত্রী ও মেয়ের লাশ দেখার পর নুর আক্তার জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

নিহতদের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে ওসি আরমান হোসেন বলেন, 'জুমার নামাজের সময় সন্ত্রাসীরা মা ও মেয়েকে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।'

তবে কে বা কারা কী কারণে তাদের খুন করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে