চট্টগ্রাম বন্দর ও বন্দরের বাইরে কন্টেইনার পরিবহণের বিশেষায়িত গাড়ি প্রাইমমুভার ট্রেইলার শ্রমিকদের কর্মবিরতিতে বন্ধ রয়েছে। ফলে ব্যাহত হচ্ছে আমদানি-রপ্তানি। বেসরকারি ডিপো থেকে বন্দরে আসছে না কোনো রপ্তানি পণ্য এবং আমদানি পণ্যবোঝাই কন্টেইনারও বন্দর থেকে ডিপোতে আসেনি। এর ফলে চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি পণ্য পরিবহণে অচলাবস্থা দেখা দিয়েছে।
মঙ্গলবার মধ্যরাত থেকে ধর্মঘট শুরু করে প্রাইমমুভার পরিবহণ শ্রমিকরা। এরপর বুধবার সকাল থেকে বন্দরের ভেতর কন্টেইনার হ্যান্ডলিং করছেন না তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকরা কন্টেইনার হ্যান্ডলিং করবেন না বলে জানিয়েছেন।
চট্টগ্রাম প্রাইমমুভার ট্রেইলার ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবির জানান, যতক্ষণ পর্যন্ত শ্রমিকদের নিয়োগপত্র নিশ্চিত করা না হবে এবং শ্রম আইনের সব নীতি অনুযায়ী শ্রমিকরা সুবিধা না পাবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, প্রাইমমুভার পরিবহণ শ্রমিকরা আজ আবারও ধর্মঘট শুরু করেছেন। এ জন্য প্রাইমমুভারদের অংশে কাজে কিছুটা স্স্নো হচ্ছে। তাদের যেসব দাবি ছিল তা মালিকপক্ষের পূরণ করার কথা ছিল, কিন্তু তাদের মধ্যে এখনো বনিবনা হয়নি। আশা করি, দ্রম্নত শ্রমিকরা কাজে যোগ দেবেন।