শহীদ তাজ উদ্দিন আহমেদ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আহসান হাবীব মোলস্না মেজর পদে পদোন্নতি লাভ করেছেন।
তিনি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্তৃক ২০০১ সালে নিয়োগপ্রাপ্ত। মো. আহসান হাবিব মোলস্না ২০০২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে কমিশন লাভ করেন। ২০০৫ সালে ২য় লেফট্যানেন্ট পদোন্নতি পান, ২০০৯ সালে লেফট্যানেন্ট পদে পদোন্নতি পান। ২০১৬ সালে ক্যাপ্টেন পদে পদোন্নতি পান ও ২০২৪ সালে মেজর পদে পদোন্নতি পান (যা ২৪ ডিসেম্বর থেকে কার্যকর হবে)। তিনি স্বাধীনতা দিবস ও বিজয় দিবস প্যারেডসহ বহুবিধ রাষ্ট্রীয় কার্যক্রমে অংশগ্রহণ করেন। তিনি ১০৪ বছরের মধ্যে নরসিংদী, কিশোরগঞ্জ ও গাজীপুরের জেলায় প্রথম মেজর পদে পদোন্নতি পান। তিনি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বড়হর গ্রামের বাসিন্দা ও গাজীপুরের জেলার কাপাসিয়া উপজেলার শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান। তাকের্ যাংক পরিয়ে দেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান (এনডিসি, পিএসসি, ডিজি বিএনসিসি) ও লে. কর্নেল মো. আব্দুল কাদের হোসেন (পিএসসি)। আইএসপিআর