ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম দৈনিক যায়যায়দিন পত্রিকায় নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন। রোববার বিকাল ৩ টায় ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেয় দৈনিক যায়যায়দিন পরিবার।
এ উপলক্ষে তাকে শুভেচ্ছা জানাতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা ছুটে আসেন যায়যায়দিনের কার্যালয়ে। শুভেচ্ছা বক্তব্যে খুরশিদ আলমের নেতৃত্বে যায়যায়দিন আরও এগিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন সাংবাদিক নেতারা।
সাংবাদিক খুরশীদ আলমকে নতুন কর্মস্থলে
শুভেচ্ছা জানান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি (ডিইউজে) মো. শহিদুল ইসলাম, ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মইনুল হাসান সোহেল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহকারী মহাসচিব নাছির আল মামুন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য এম মোশারফ হোসেন এবং সাবেক নির্বাহী পরিষদ সদস্য এইচ এম আল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক যায়যায়দিনের চীফ রিপোর্টার একে.এম.সাখাওয়াত হোসেন, বিশেষ প্রতিনিধি হাসান মোলস্না, চট্টগ্রাম বু্যরো চীফ সন্জীব নাথ, সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. নুরুল হক, প্রধান প্রশাসনিক কর্মকর্তা ইকবাল হোসেন, সহকারী ব্যবস্থাপক মো. রইছ উদ্দিন, প্রচার ব্যবস্থাপক বিলস্নাল হোসেনসহ অনেকে।
নির্বাহী সম্পাদক খুরশীদ আলমের হাত ধরে যায়যায়দিন আরও এগিয়ে যাবে বলে প্রত্যশা ব্যক্ত করেন সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. নুরুল হক।
যায়যায়দিন প্রিন্ট, অনলাইন এবং মাল্টিমিডিয়া নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করে খুরশীদ আলম বলেন, 'যায়যায়দিন প্রিন্ট, অনলাইন ও মাল্টিমিডিয়া নিয়ে আমার দীর্ঘ পরিকল্পনা রয়েছে।'
সাংবাদিক খুরশীদ আলম, দৈনিক দিনকাল, দৈনিক অর্থনীতি প্রতিদিন, জাতীয় অর্থনীতি এবং সংবাদ ডটকমসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।