মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সেনাবাহিনী কবে কাজ পাবে, নির্দিষ্ট করে বলা 'সম্ভব নয়' -জবি উপাচার্য

জবি প্রতিনিধি
  ১৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
সেনাবাহিনী কবে কাজ পাবে, নির্দিষ্ট করে বলা 'সম্ভব নয়' -জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেছেন, দ্বিতীয় ক্যাম্পাসের অবশিষ্ট কাজ সেনাবাহিনীকে হস্তান্তর করা নিয়ে ইউজিসিকে যে চিঠি পাঠানো হয়েছে সেটি নিয়মানুযায়ী শুরুতে যাবে মন্ত্রণালয়ে। ৪

তাই কবে নাগাদ সেনাবাহিনী কাজ হাতে পাচ্ছে, সেই দিনক্ষণ নির্দিষ্ট করে বলা 'সম্ভব নয়' বলে জানিয়ে দিয়েছেন এই অধ্যাপক।

উপাচার্য রেজাউল করিম বলেন, 'এটা আমাদের হাতে নাই। এটা এখন ইউজিসির হাতে। আমরা ইউজিসিতে চিঠি দিয়েছি, সেখানে আপডেট জানতে রেজিষ্ট্রার স্যারকেও পাঠানো হয়েছে। ইউজিসি বলেছে যে তারা এই চিঠি মন্ত্রণালয়ে পাঠাবে। আমাদের বেশিরভাগ কাজ ইউজিসি হয়ে সরকারের কাছে যায়। এটা অথোরিটি হল ইউজিসি, তারা আবার সেটা সরকারের মাধ্যমে করেন। তাই সেনাবাহিনীর হাতে কবে নাগাদ কাজ যাবে তা আমরা নির্দিষ্ট করে বলতে পারি না।'

রোববার বেলা ১১টায় উপাচার্যের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কথা বলছিলেন অধ্যাপক রেজাউল করিম।

লিখিত বক্তব্যে উপাচার্য বলেন, 'দুর্নীতির অভিযোগে জর্জরিত প্রকল্পকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা যায় তার উপায় খুঁজতে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে নিরলসভাবে যোগাযোগ করা হয়। জানা যায় যে, এজন্য ইউজিসিকে আর্মড ফোর্সেস ডিভিশনে লিখিতভাবে অনুরোধ করতে হবে। জবি কর্তৃপক্ষ সে অনুযায়ী ইতোমধ্যে ইউইজসিকে চিঠি দিয়েছে, যা এখন সেখান থেকে মন্ত্রণালয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে। জবি কর্তৃপক্ষ তা নিয়মিত মনিটরিং করছে।'

সংবাদ সম্মেলনে জগন্নাথের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প ও অস্থায়ী আবাসনের অগ্রগতি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যক্রম তুলে ধরেন উপাচার্য। এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষকদের সাদা দলের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এদিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের অবশিষ্ট কাজ সেনাবাহিনীকে হস্তান্তর এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসনের দাবিতে ডাকা অনশনে যোগ দেওয়া শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে