বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সাড়ে ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার সারাদেশের মানুষের ওপর যে অত্যাচার, জুলুম ও নির্যাতন চালানো হয়েছে তা বর্ণনাতীত। দেশের সকলব প্রতিষ্ঠানের মতো ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরাও অত্যাচার, জুলুম ও নিপীড়নের শিকার হয়েছেন।
শনিবার ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (রেজি:বি-১৯৫০)-এর বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জাতীয় মসজিদ বায়তুল মোররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সভায় প্রধান কার্যালয়, বিভাগ, জেলা, ইসলামিক মিশন, ইমাম প্রশিক্ষণ একাডেমী, দারুল আরকাম মাদরাসা, মডেল মসজিদ এবং মসজিদিভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমসহ কর্মচারী ইউনিয়নের মাঠ পর্যায়ের প্রায় ৫০০ সদস্য অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি