শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২
পুলিশের এসআই হত্যা

আদালতে দু'জনের দায় স্বীকার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  ১৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
আদালতে দু'জনের দায় স্বীকার

নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের এসআই মো. শফিকুল ইসলাম হত্যায় গ্রেপ্তার দু'জন আদালতে নিজেদের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। সোমবার এ তথ্য জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ বু্যরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নেত্রকোনা কার্যালয়ের পরিদর্শক ইমদাদুল বাশার। রোববার বিচারকের কাছে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গ্রেপ্তার দু'জন হলেন- দুর্গাপুর উপজেলা সদরের উকিলপাড়া এলাকার শমশের আলী খাঁর ছেলে সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব (২৪) ও ধানশিরা এলাকার আব্দুর রহমানের ছেলে মো. বাকী বিলস্নাহ (২৬)। দুই যুবকের মধ্যে অপূর্ব পেশায় টিভি-ফ্রিজ মেকানিক ও বাকী বিলস্নাহ মোটরসাইকেল গ্যারেজের মেকানিক।

1

জবানবন্দীর বরাতে তদন্ত কর্মকর্তা জানান, তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করলে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে বিচারকের কাছে জবানবন্দি দেন। পরে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শনিবার বিকালে দুর্গাপুর উপজেলার পৃথক দুটি স্থানে পুলিশ বু্যরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ ও নেত্রকোনা কার্যালয়ে সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে