বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগ আয়োজিত 'শিক্ষার্থী সেবার মান বৃদ্ধির ও কাজের গতিশীলতা আনয়ন'-বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা রোববার বাউবির কেন্দ্রীয় অডিটরিয়ামের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, 'আমার দায়িত্ব আমি পালন করবো এবং হালালভাবে পালন করবো। যার যার চেয়ারের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তবেই প্রতিষ্ঠানের কাজের গতিশীলতা স্বয়ংক্রিয়ভাবে এগিয়ে যাবে এবং শিক্ষার্থীসহ আগত ব্যক্তিবর্গ তাদের সঠিক সেবা পাবেন।'
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস ও ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম।
কর্মশালায় স্বাগত বক্তব্য ও ধন্যবাদ জানান স্টুডেন্ট সাপোর্ট সাভিসেস বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তালেব। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টুডেন্ট সাপোর্ট সাভিসেস বিভাগের যুগ্ম পরিচালক মো. নজরুল ইসলাম।
কর্শলায় সকল ডিন ও বিভাগীয় প্রধান, আঞ্চলিক পরিচালক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধান উন্মুক্ত আলোচনায় অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি