মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে বাবর

যাযাদি রিপোর্ট
  ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে বাবর

সতের বছরের কারাবাস শেষে মুক্তি পাওয়ার চার দিনের মাথায় অসুস্থ হয়ে পড়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রোববার সকালে বুকে ব্যথা নিয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি। তাকে হাসপাতালে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সকালে তাকে হাসপাতালে দেখে এসেছেন। বাবরের একান্ত সহকারী মির্জা হায়দার আলী বলেন, 'ডাক্তাররা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন স্যারকে। সকালে উনার ইকো করা হয়েছে, অন্যান্য পরীক্ষাও চলছে। সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার বাবর স্যারকে দেখতে এসেছিলেন, চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে জেনেছেন।'

ইউনাইটেড হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক কায়সার নুসরুলস্নাহ খানের অধীনে চিকিৎসাধীন আছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রসঙ্গত, সব মামলা থেকে খালাস পাওয়ায় গত ১৬ জানুয়ারি তিনি দীর্ঘ ১৭ বছরের কারাবাস থেকে মুক্ত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে