গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন ডেমরা, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৯ জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ-এর নেতৃত্বে অভিযানকারী দল নারায়ণগঞ্জের ফতুলস্নার মডার্ণ হাউজিং এলাকায় ৪০টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে, যার মধ্যে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে ৬টি সংযোগ কিলিং করা হয়। এ সময় প্রায় ৪০০ আবাসিক ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। উক্ত হাউজিং থেকে ৩/৪চ্ ব্যাস প্রায় ৩০০ ফুট বিতরণ পাইপ উচ্ছেদ করে তা জব্দ করা হয়েছে।
এছাড়া, মডার্ণ হাউজিংয়ের পাশে একজন গ্রাহকের অনুমোদিত ৮টি ডাবল চুলার বিপরীতে ২৮টি ডাবল চুলা অবৈধভাবে লাইন টেনে গ্যাস ব্যবহার করায় তাৎক্ষণিকভাবে সংযোগটি বিচ্ছিন্ন করে মোবাইল কোর্টের মাধ্যমে গ্যাস আইন, ২০১০ মোতাবেক ৯০,০০০/-(নব্বই হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানের অংশ হিসেবে ইতোপূর্বে অনুমোদন অতিরিক্ত স্থাপনা ব্যবহারের কারণে বিচ্ছিন্নকৃত গ্রাহক মেসার্স নিউট টপ টেক্সটাইল বিডি লিমিটেডের গ্যাস সংযোগটি কন্ট্রোল ভাল্ব থেকে কর্তন করে কিল করা হয়েছে।
২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত অভিযানে ১৫৯টি শিল্প, ৯৫টি বাণিজ্যিক ও ১৯,৪১১টি আবাসিকসহ মোট ১৯,৬৬৫টি অবৈধ গ্যাস সংযোগ ও ৪৫,৯২০টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া এ সময়ে ৯৫ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি