সম্প্রতি কুমিলস্না জেলার চৌদ্দগ্রামস্থ গাংরা বাজার জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় এক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ও আখেরি মোনাজাত করেন আলস্নামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব আলহাজ্ব হাফেজ মাওলানা ওবায়দুল হক সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আরও ওয়াজ করেন পীর সাহেব কেবলার সফরসঙ্গী আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মাহমুদুল হাসান মামুন ও অন্যান্য ওলামায়ে কেরামগন কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল ( সাঃ) এবং মিলাদ পাঠ করেন পীর সাহেবের সফর সঙ্গী হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান। অবশেষে পীর সাহেবের প্রতিষ্ঠিত ঢাকা মোহাম্মদপুররস্থ আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল এম এ মাদ্রাসায় যে সকল ছাত্রীরা প্রথম শ্রেণী থেকে কামিল এম এ পর্যন্ত ভর্তি হইবে তাদের অন্ন, বস্ত্র যাবতীয় কিছু ফ্রি করিয়া দিবেন বলে পীর সাহেব কেবলা আহ্বান জানান। বিজ্ঞপ্তি