সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

স্বর্গছোঁয়া জীবনবোধের পরম সেই শান্তি সম্পর্ক

সমীর আহমেদ
  ১০ মে ২০২৪, ০০:০০
স্বর্গছোঁয়া জীবনবোধের পরম সেই শান্তি সম্পর্ক

প্রপিতামহের আমলের একটি লবণের পাত্র,

যা কি না চিনামাটির তৈরি, হঠাৎ হাতের এক

1

সামান্য ধাক্কায় খান খান হয়ে ভেঙে গেল।

মা হতভম্ব। এতদিনের পুরনো ঐতিহ্য, কিছুটা

আভিজাত্যের প্রতীকও, এভাবে চুরমার হয়ে গেল!

মাকে বললাম, 'আমাদের চারপাশে পুরনো কতকিছুই তো

প্রতিদিন ভেঙে যাচ্ছে। আর এ তো সামান্য একটি লবণের পাত্র!

মাঝেমধ্যে হৃদয়ের নুন ছাড়া, ওখানে আর কী-ই বা

রাখতাম আমরা, বল মা?' মা কিছুই বলল না। শুধু ভাঙা

টুকরোগুলোর দিকে তাকিয়ে তার দু'চোখ ভরে এল জলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে