রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

শেষ রোমাঞ্চের অপেক্ষায় কানপুর

ম ক্রীড়া ডেস্ক
  ২৯ নভেম্বর ২০২১, ০০:০০
শেষ রোমাঞ্চের অপেক্ষায় কানপুর

অভিষেকে আলো ছড়ালেন শ্রেয়াস আইয়ার। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে প্রয়োজনের সময় খেললেন ৬৫ রানের দারুণ এক কার্যকরী ইনিংস। তার গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে ঋদ্ধিমান সাহা ও অক্ষর প্যাটেল ভারতের স্কোর নিয়ে গেলেন ৭ উইকেটে ২৩৪ রানে। এরপরই দ্বিতীয় ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ডকে ২৮৪ রানের লক্ষ্য বেঁধে দেয় আজিঙ্কা রাহানেরা। রোববার চতুর্থ দিনের শেষ বিকালে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে কিউইরা ৪ রান তুলতেই হারিয়ে ফেলেছে ১ উইকেট। ফলে কানপুর টেস্ট জিততে আজ শেষ দিনে সফরকারীদের করতে হবে ২৮০ রান। তাইতো রোমাঞ্চকর শেষের অপেক্ষায় এই টেস্ট।

রোববার বারবার বাঁক বদল হয়েছে কানপুরের প্রথম টেস্ট। গ্রিন পার্ক স্টেডিয়ামে ১ উইকেটে ১৪ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা ভারত চরম বিপদে পড়ে টিম সাউদি ও কাইল জেমিসনের তোপে। ৫১ রান তুলতে স্বাগতিকরা হারায় ৫ উইকেট। চেতশ্বর পূজারা ২২ ও মায়াঙ্ক আগারওয়াল করেন ১৭ রান। অন্যদিকে ব্যর্থতার খাতায় নাম তুলেছেন রাহানে (৪) ও রবীন্দ্র জাদেজা (০)। এরপরই প্রতিরোধ শুরু আইয়ারের। চমৎকার ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ৬৫ রানের ইনিংস খেলেন তিনি। চতুর্থ দিনের শেষ বিকালে ২৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩ রানেই ওপেনার উইল ইয়াংয়ের উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর দিনের বাকিটা পার করে দিয়েছেন টম ল্যাথাম (২*) ও নাইটওয়াচম্যান উইলিয়াম সমারভিল (০*)। তাই আজ শেষ দিনে নিউজিল্যান্ডের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে