বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মধ্যাঞ্চলের বিপক্ষে প্রতিশোধের ফাইনাল দক্ষিণের

ম ক্রীড়া প্রতিবেদক
  ১৫ জানুয়ারি ২০২২, ০০:০০

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চার দিনের আসরে বিসিবি দক্ষিণাঞ্চলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়ালটন মধ্যাঞ্চল। একই দলের বিপক্ষে এবার ইন্ডিপেন্ডেন্স কাপে খেলতে নামছে চার দিনের আসরে চ্যাম্পিয়ন দলটি। তাদের হারিয়ে ৫০ ওভারের টুর্নামেন্টের শিরোপাও ঘরে তুলতে চায় মোসাদ্দেক বাহিনী। আজ শনিবার সকাল ৯টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

চার দিনের আসর ও ইন্ডিপেন্ডেন্স কাপের ফাইনালে প্রতিপক্ষ একই দল হলেও এতে কোনো চাপ মনে করছেন না মধ্যাঞ্চলের অধিনায়ক মোসাদ্দেক, 'এটা আমি আলাদা চাপ মনে করছি না। গত বৃহস্পতিবারের ম্যাচ থেকে আমরা শিক্ষা নিয়েছি, যা পরবর্তী ম্যাচে খুবই কাজে দেবে।'

টুর্নামেন্টে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে ওয়ালটন মধ্যাঞ্চল-বিসিবি দক্ষিণ ফাইনাল নিশ্চিত করে। টানা দুই ম্যাচে মধ্যাঞ্চল জিতলেও শেষ ম্যাচে হেরে যায় বিসিবি দক্ষিণের কাছে। ফাইনালের লড়াইয়ে এই ম্যাচ থেকে ভুলগুলো শুধরে নামতে চান মোসাদ্দেক-সৌম্যরা।

ফাইনালের লড়াইয়ে নামার জন্য মধ্যাঞ্চল মুখিয়ে আছে জানিয়ে মোসাদ্দেক বলেন, 'আমি মনে করি আমিসহ আমাদের দলের কেউ চাপে নেই। একটা ভালো ফাইনাল হবে। সেটা নিয়ে সবাই এক্সাইটেড। ভালো একটা ম্যাচ হবে আশা করছি।'

প্রথম দুই ম্যাচে মধ্যাঞ্চলেল হয়ে খেলছিলেন সাকিব আল হাসান। দুই ম্যাচে মধ্যাঞ্চল হারায় ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও বিসিবি উত্তরকে। তৃতীয় ম্যাচে সাকিব ছিলেন না, সেই ম্যাচে ৫ উইকেটে বিসিবি সাউথের কাছে হারেন মোসাদ্দেকরা।

সাকিব দলে থাকলে আলাদা একটা প্রভাব কাজ করে জানিয়ে মোসাদ্দেক বলেন, 'সাকিব ভাই বড় এক একটা ফ্যাক্ট। শুধু আমাদের টিমে না যে দলেই সাকিব ভাই থাকুক না কেন, এই দলটি এগিয়ে থাকবে।'

ফাইনালের আগে মধ্যাঞ্চলের ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নিয়েছে। ব্যাট হাতে লম্বা সময় ধরে নেটে ব্যাটিং করেন মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকার। মিঠুন শেষ দুই ম্যাচে ছিলেন না, পেটে সমস্যা থাকায়। ফাইনালের লড়াইয়ে তিনি ফিরছেন পুরোপুরি ফিট হয়েই।

লিগ পর্বের শেষ ম্যাচে মধ্যাঞ্চলের বড় বাধা ছিল মুস্তাফিজুর রহমান। তিনি একাই নিয়েছেন চার উইকেট। ফাইনালে নিজেদের সেরাটা খেলে মুস্তাফিজকে মোকাবিলা করতে চায় মধ্যাঞ্চলের ক্রিকেটাররা।

মোসাদ্দেক বলেন, 'মুস্তাফিজকে নিয়ে আপনি পরিকল্পনা করতে পারবেন না। সবাই জানে ও আলাদা। ওর কাজ ও করবে, আমাদের কাজ থাকবে সেরাটা খেলা। আমাদের প্রক্রিয়াটা আমরা মেইনটেইন করব। সে অনুযায়ী ক্রিকেট খেলার চেষ্টা করব।'

এদিকে দক্ষিণাঞ্চল শুক্রবার বিশ্রামে কাটিয়েছে। কয়েকজন জিম সেশন করেছে। এছাড়া সবাই হোটেলেই বিশ্রাম নিয়েছেন।

ম্যানেজার জামাল বাবু জানিয়েছেন তারা মধ্যাঞ্চলকে হারিয়ে প্রতিশোধ নিতে চান, 'আমরা চার দিনের ম্যাচে তাদের বিপক্ষে হেরেছি। এবার আমরা প্রস্তুতি নিয়ে নেমেছি। শেষ ম্যাচে তাদের হারিয়েছি। আমাদের মুস্তাফিজের মতো বোলার আছে। আশা করি চ্যাম্পিয়ন হবো।'

দক্ষিণাঞ্চল প্রতিশোধের আশায় প্রহর গুনছে। এদিকে মধ্যাঞ্চল চাপমুক্ত থেকে সেরা খেলাটা খেলে চার দিনের আসরের মতো ইন্ডিপেন্ডেন্স কাপেও চ্যাম্পিয়ন হতে চায়। কে হবে চ্যাম্পিয়ন? জানার জন্য অপেক্ষা করতে হবে আরও এক দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে