শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বার্সেলোনায় ফেরা নিয়ে মেসির শর্ত

ক্রীড়া ডেস্ক
  ১১ এপ্রিল ২০২৩, ০০:০০
লিওনেল মেসি

চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোচ্ছে লিওনেল মেসির। চুক্তি নবায়ন নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তা। গুঞ্জন রয়েছে, পুরনো ক্লাব বার্সেলোনাতে ফিরতে পারেন আর্জেন্টাইন মহাতারকা। প্রিয় তারকাকে স্বাগত জানাতে নির্ঘুম প্রহর গুনছেন কাতালান ক্লাবটির সমর্থকরাও। যার ঝলক দেখা গেছে শেষবার ক্লাসিকোতে। 'মেসি মেসি' সেস্নাগানে মাতোয়ারা ছিল নু্য ক্যাম্প। 

এদিকে, স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিবোর খবর, বার্সেলোনায় ফিরতে ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার কাছ থেকে সরাসরি প্রস্তাব চান মেসি। তিলে তিলে গড়া সম্পর্ক ছিন্ন করে অশ্রম্নসিক্ত নয়নে বার্সেলোনা ছেড়েছিলেন লিওনেল মেসি। কাতালান ক্লাবটির সঙ্গে ২১ বছরের সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়ে আর্জেন্টাইন মহাতারকা পাড়ি জমিয়েছেন প্যারিসের ক্লাব পিএসজিতে। তবে যে ক্লাবের হয়ে উত্থান, একের পর এক রেকর্ডে নিজেকে ছাড়িয়ে যাওয়া। যে শহরের বাতাসে মিশে যাওয়া, যে নু্য ক্যাম্পকে নিজের ঘর বানিয়ে ফেলা তাকে ছেড়ে থাকা অতো সহজ হবে কীভাবে! 

বার্সেলোনা ছাড়ার পর পুরনো ঢেরায় প্রত্যাবর্তন নিয়ে কম গুঞ্জন শোনা যায়নি। মেসি নিজেও মনের কোণে লুকায়িত ইচ্ছার কথা চেপে রাখতে পারেননি। বার্সা প্রসঙ্গ আসলেই বলতেন, আবারও ফিরতে চান বার্সেলোনায়। হোক সেটি খেলোয়াড় কিংবা অন্য কোনো ভূমিকায়। ২০২১ সালের ১ জুলাই ফ্রি এজেন্টে পরিণত হন মেসি। তবে তার দল ছাড়ার ব্যাপারটি ছিল পুরো অবিশ্বাস্য। পরে ৫ আগস্ট জানা যায়, বার্সায় থাকছেন না মেসি। এর পাঁচ দিন পর তিনি চুক্তি করেন পিএসজির সঙ্গে। অথচ বার্সেলোনা সমর্থকরা ছিলেন নাছোড়বান্দা, তারা প্রিয় ফুটবলারকে অন্য কোনো ক্লাবের জার্সিতে দেখতে মোটেই প্রস্তুত ছিলেন না। কিন্তু বাস্তবতার কাছে যে সব কিছুই তুচ্ছ! ক্লাবের সঙ্গে নিজের চুক্তি নবায়ন করার কোনো উপায় না থাকায় বাধ্য হয়েই নিজের ঘর ছাড়তে হয় মেসিকে। 

এদিকে, পিএসজির সঙ্গে সময়টাও ভালো যাচ্ছে না মেসির। কাতার বিশ্বকাপের পরপরই ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়নের কথা থাকলেও, এপ্রিলে এসেও দুপক্ষ সেটি বাস্তবায়ন করতে পারেনি। অবশ্য আর্জেন্টাইন তারকার সঙ্গে চুক্তি করতে উদগ্রীব প্যারিস জায়ান্টসরা। কিন্তু ফাইন্যান্সিয়াল ফেয়ার পেস্নর নীতিতে বাঁধা পিএসজি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে