রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের প্রস্তুতি এ মাসেই আসছে পাকিস্তান, জুলাইয়ে প্রোটিয়ারা

ক্রীড়া প্রতিবেদক
  ১৩ এপ্রিল ২০২৩, ০০:০০

২০২০ সালে সবাইকে চমকে দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ। নিজেদের সেরাটা উজাড় করে দিয়েই বিশ্বমঞ্চে ইতিহাস রচনা করেছিলেন আকবর-হৃদয়রা। স্বাভাবিকভাবেই পরের আসরেও টাইগার যুবাদের নিয়ে প্রত্যাশা খানিকটা বেশিই ছিল। তবে ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পয়েন্ট টেবিলের আটে থেকে ওই আসরে বিদায় নেয় যুবারা। সামনে আরও একটি বিশ্বকাপ। এর আগেভাগে প্রস্তুতি নিতে শুরু করেছে সাকিব-মুশফিকদের উত্তরসূরিরা।

২০২৪ সালে শ্রীলংকায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পরবর্তী আসর। এই টুর্নামেন্টের প্রস্তুতি শিগগিরই শুরু করতে যাচ্ছে বাংলাদেশের যুবারা। আগামী ২৬ এপ্রিল বাংলাদেশে আসার কথা রয়েছে পাকিস্তানের যুবাদের। এ সিরিজে একটি চার দিনের ম্যাচসহ ওয়ানডে ও টি২০ ফরম্যাটে খেলার কথা রয়েছে তাদের। এছাড়াও জুলাইয়ে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগার যুবারা।

এ সিরিজের ম্যাচগুলো খুলনার শেখ আবু নাসের ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই সিরিজের মধ্যে দিয়ে ওয়ানডে ফরম্যাটে মনোযোগী হবে বাংলাদেশ দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে