রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

হুমায়রাকে হারিয়ে নু মে মারমার স্বর্ণ

ক্রীড়া প্রতিবেদক
  ২০ মে ২০২৩, ০০:০০

নেপাল সাউথ এশিয়ান গেমসে কারাতেকা হুমায়রা আক্তার অন্তরার হাত ধরেই প্রথম পদকের (ব্রোঞ্জ) মুখ দেখেছিল বাংলাদেশ। পরে তিনি রুপা এবং স্বর্ণও জেতেন। চার বছর পর জাতীয় চ্যাম্পিয়নশিপে প্রথম পদক নিষ্পত্তির ইভেন্ট মেয়েদের একক কাতায় বাংলাদেশ আনসারের সেই হুমায়রাকে হারিয়ে স্বর্ণপদক ছিনিয়ে নেন সেনাবাহিনীর নু মে মারমা। তাই উচ্ছ্বাসটাও একটু বেশি নু মে মারমার, 'এসএ গেমসে স্বর্ণজয়ী হুমায়রাকে হারাতে পারব কল্পনাও করতে পারিনি। তবে আত্মবিশ্বাস ছিল। তাই কিছু টেকনিকে আমি তাকে পেছনে ফেলে দিই। এটাই আমার স্বর্ণ জেতার

মূল রসদ।'

তবে স্বর্ণপদক হারালেও খুব একটা হতাশ নন হুমায়রা। তার কথায়, 'আসলে এসএ গেমসে আমি এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলাম। এখানে রুপা। যদিও প্রত্যাশা ছিল স্বর্ণ জেতার। সেটা হয়নি। এখন আমি পরবর্তী আরও দু'টি ইভেন্টে স্বর্ণপদক জেতার অপেক্ষায় রয়েছি।'

শুক্রবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় কারাতে প্রতিযোগিতা। সকালে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যা শৈ হ্লা প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় ফেডারেশনের সহসভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন জেলা ও সংস্থার প্রায় ছয়শ' কারাতে কারা অংশ নিচ্ছেন জাতীয় এই টুর্নামেন্টে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে