রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ভারতে যাওয়ার অনুমতি পেয়েছে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক
  ১৮ জুন ২০২৩, ০০:০০

ভারত সফরে যেতে পাকিস্তান সরকারের অনুমতি পেতে দেরি হচ্ছিল দেশটির ফুটবল দলের। ফলে ২১ জুন বেঙ্গালুরুতে শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে খেলা অনিশ্চিত হয়ে পড়ে পাকিস্তানের। অবশেষে জটিলতা কেটেছে। দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন যাই থাকুক, পাকিস্তান সরকার শেষ পর্যন্ত তাদের ফুটবল দলকে ভারত গিয়ে সাফ খেলার ছাড়পত্র দিয়েছে। এখন ভারতের ভিসা পাওয়ার উপর নির্ভর করছে পাকিস্তান ফুটবল দলের ভারত সফর।

পাকিস্তানের দৈনিক দ্য ডনের খবর অনুযায়ী, পাকিস্তান ক্রীড়া বোর্ড তাদের ফুটবল দলকে ভারত সফরের অনুমতি দিয়েছে শনিবার। শুক্রবার অনুমতি দেয় পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের প্রধানমন্ত্রীর যুববিষয়ক বিশেষ সহকারী শাজা ফাতিমা খাজা টুইটারে বলেছেন, 'সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে পাকিস্তান দলের ভারত সফরে সরকারের কোনো আপত্তি নেই।'

পাকিস্তান ফুটবল দল সর্বশেষ ভারত গিয়েছিল ২০১৪ সালে। সেবার তারা দুটি প্রীতি ম্যাচ খেলে প্রতিবেশী দেশটিতে। এরপর ২০১৫ সালের ভারতের কেরালায় হওয়া সাফ চ্যাম্পিয়নশিপ খেলেনি পাকিস্তান। ৯ বছর পর আবার ভারতে হতে যাওয়া আরেকটি সাফে শেষ পর্যন্ত দেখা যাবে পাকিস্তানকে।

পাকিস্তান ফুটবল দল এখন মরিশাসে আছে চার জাতি টুর্নামেন্ট খেলতে। টুর্নামেন্টে স্বাগতিকদের কাছে ৩-০ ও কেনিয়ার কাছে ১-০ গোলে হেরেছে পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে