রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

দুঃস্বপ্ন অব্যাহত জার্মানির, হারল পোল্যান্ডের কাছে

ক্রীড়া ডেস্ক
  ১৮ জুন ২০২৩, ০০:০০

টানা দুটি বিশ্বকাপের দুঃস্বপ্ন এখনো তাড়া করে ফিরছে জার্মানিকে! ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের আয়োজক তারা। এক বছরেরও কম সময় বাকি টুর্নামেন্টটির। তার আগে নিজেদের এখনও সঠিক কক্ষপথে নিয়ে আসতে পারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শুক্রবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলতে নেমে রবার্তো লেভানদোভস্কির দল পোল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছে জার্মানরা। এ নিয়ে সর্বশেষ ১০টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে জয় পেয়েছে তারা।

অন্যদিকে দুই দেশের ৯০ বছরের ফুটবল সম্পর্কে জার্মানির বিপক্ষে মাত্র দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে পোল্যান্ড। ১৯৩৩ সালে প্রথম তারা আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হয়। এরপর ২০১৪ সালে ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে প্রথম পোলিশদের কাছে হেরেছিল জার্মানি। এবার হারল দ্বিতীয় ম্যাচে। ওয়ারশ'য় ঘরের মাঠ পিজিই ন্যারুদোয়ে স্টেডিয়ামে ম্যাচের ৩১ মিনিটে জ্যাকুব কিউইওর গোল করে এগিয়ে দেন পোল্যান্ডকে। এরপর ম্যাচের বাকি সময় একের পর এক আক্রমণ করেও পোলিশদের জালে বল জড়াতে পারেনি জার্মান স্ট্রাইকাররা।

গ্রীষ্মের ছুটির আগে আগামী সপ্তাহেই কলম্বিয়ার বিপক্ষে শেষ ম্যাচ খেলবে জার্মানি। এরপর এক বছরেরও কম সময় পাবে তারা একটি প্রতিদ্বন্দ্বিতামূলক দল গঠন করতে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের পর এবার কাতার বিশ্বকাপেরও প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছিল ২০১৪ বিশ্ব চ্যাম্পিয়নদের। এরপর ৬ মাসের বেশি পার হয়ে গেলেও জার্মানদের খেলায় কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। ওয়ারশ'য় শুক্রবার রাতে প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে আরও ভালো খেলেও গোলের দেখা পায়নি তারা।

বিশ্বকাপের পর এখনো পর্যন্ত চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে জার্মানি। এর মধ্যে কেবল পেরুর বিপক্ষে জয় পেয়েছিল তারা। তবে জার্মান কোচ হান্সি ফ্লিক মনে করছেন তার হাতে এখনও অনেক সময় বাকি আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে