রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

নকআউটের অপেক্ষায় নারী ফুটবল বিশ্বকাপ

ক্রীড়া প্রতিবেদক
  ০৫ আগস্ট ২০২৩, ০০:০০

গ্রম্নপ পর্ব শেষে এবার নকআউটের লড়াইয়ের অপেক্ষায় নারী ফুটবল বিশ্বকাপ। আজ শনিবার থেকে শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই। গ্রম্নপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলো নিয়ে শুরু হচ্ছে নকআউট পর্ব। যা আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে।

৩২ দলের আসরে টিকে রয়েছে ১৬ দল। ব্রাজিল, আর্জেন্টিনা, ইতালি ও জার্মানির মতো শক্তিশালী দলগুলো প্রথম রাউন্ড থেকেই নিয়েছে বিদায়। শেষ ষোলোয় ওঠা দলগুলোর মধ্যে আটটি দলই ইউরোপের। এশিয়ার প্রতিনিধি হিসেবে রয়েছে সাবেক চ্যাম্পিয়ন জাপান। এএফসির সদস্যভুক্ত স্বাগতিক অস্ট্রেলিয়াও নকআউটে উঠেছে। লাতিন অঞ্চল থেকে কলম্বিয়া ছাড়া কেউ পেরোয়নি গ্রম্নপ পর্বে। আফ্রিকা অঞ্চল থেকে দ্বিতীয় রাউন্ডে পা দিয়েছে তিন দল। নাইজেরিয়া ও সাউথ আফ্রিকার সঙ্গে রয়েছে প্রথমবারের মতো বিশ্ব আসরে খেলতে এসেই নকআউটে জায়গা পাওয়া মরক্কো।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র এবারো ট্রফি জয়ের মিশনে ছুটছে। এ ছাড়া প্রথমবারের মতো শেষ ষোলোয় স্থান পেয়েছে জ্যামাইকা। শেষ ষোলোর লাইনআপও হয়েছে চূড়ান্ত। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কে কার মুখোমুখি হবে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

শেষ ষোলোর লাইনআপ :

৫ আগস্ট : সুইজারল্যান্ড-স্পেন

৫ আগস্ট : জাপান-নরওয়ে

৬ আগস্ট : নেদারল্যান্ডস-সাউথ আফ্রিকা

৬ আগস্ট : সুইডেন-যুক্তরাষ্ট্র

৭ আগস্ট : ইংল্যান্ড-নাইজেরিয়া

৭ আগস্ট : অস্ট্রেলিয়া-ডেনমার্ক

৮ আগস্ট : কলম্বিয়া-জ্যামাইকা

৮ আগস্ট : ফ্রান্স-মরক্কো

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে