রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

নতুন দায়িত্বে বুফন

ক্রীড়া ডেস্ক
  ০৭ আগস্ট ২০২৩, ০০:০০
জিয়ানলুইজি বুফন

গস্নাভস জোড়া তুলে রাখলেও ফুটবল থেকে দূরে থাকছেন না জিয়ানলুইজি বুফন। অবসর ঘোষণার তিন দিন পর তাকে ইতালিয়ান জাতীয় দলের বিশেষ দায়িত্বে নিয়োগও দেওয়া হয়েছে। ৪৫ বছর বয়সি বুফন এখন থেকে ইতালি হেড কোচ রবার্তো মানচিনিকে সহায়তা করবেন। বুফন মূলত ইতালির ডেলিগেশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এই পদে তার আগে দায়িত্ব পালন করেছেন আরেক ইতালিয়ান কিংবদন্তি প্রয়াত জিয়ানলুকা ভিয়ালিস্ন।

চলতি বছরের জানুয়ারিতে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন জিয়ানলুকা ভিয়ালিস্ন। এর আগে ইতালির হেড অব ডেলিগেশনের দায়িত্বে ছিলেন তিনি। তার মৃতু্যর পর এই দায়িত্বে ছিলেন না কেউ। সে শূন্যতা পূরণ করলেন বুফন। ইতালির ফুটবলের নতুন পর্ব আগামী সেপ্টেম্বরে ইউরো বাছাইপর্ব দিয়ে শুরু করবেন তিনি। আর নতুন দায়িত্ব পেয়ে দারুণ উচ্ছ্বসিত সদ্যই অবসর নেওয়া এই গোলরক্ষক। টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, 'জাতীয় দলে ফিরছি। কারণ, ৩০ বছর আগে যে শিশুটা কোভারসিয়ানো গেট পার হয়েছিল, এখনো সে ইতালির সমর্থকদের সঙ্গে স্বপ্ন দেখতে চায়।'

১৯৯৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইতালির মোট ১৭৬ ম্যাচ খেলেছেন বুফন। যা ইতালির হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। এছাড়া ২০০৬ সালে আজ্জুরিদের হয়ে জিতেছেন বিশ্বকাপ। তাকে পেয়ে উচ্ছ্বসিত ইতালির ফুটবল ফেডারেশনও, 'ইতালির ফুটবলের জন্য এটা একটি বিশেষ দিন। কারণ, বুফন ঘরে ফিরেছে।'

সেপ্টেম্বরে ইতালির ইউরো বাছাইয়ে নর্থ মেসিডোনিয়া ও ইউক্রেনের মুখোমুখি হবে। বুফন এই সময়ের মধ্যেই নতুন দায়িত্বে যোগ দেবেন। নতুন দায়িত্ব পেয়ে ২০০৬ বিশ্বকাপ জয়ী তারকা বলেছেন, 'নীল জার্সি আমার জীবনের একটা অংশ। আমি এখন নিজেকে রবার্তো মানচিনি ও তার দলের কাছে নিজেকে সমর্পণ করব। এখন আমাকে সতর্কভাবে এগিয়ে যেতে হবে।'

অবসরের ঘোষণা দেওয়া বুফন সিরি'আতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটা এখনো ধরে রেখেছেন (৬৫৭)। ইতালির হয়ে (১৯৯৭-২০১৮) সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটিও তার- ১৭৬টি। জাতীয় দলের হয়ে পাঁচটি বিশ্বকাপ খেলেছেন। তার মধ্যে ক্যারিয়ারের সর্বোচ্চ সাফল্য ছিল ২০০৬ বিশ্বকাপ। ফাইনালে পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল ইতালি।

গত বুধবার ২৮ বছরের বর্ণাঢ্য পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনেছেন বুফন। পার্মার সঙ্গে চুক্তির মেয়াদ ছিল ২০২৪ সাল পর্যন্ত থাকলেও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন ইতালিয়ান গোলরক্ষক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে