ম্যানচেষ্টার কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে ভারতের সেরা শুটার অভিনব বিন্দ্রাকে হারিয়ে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের আসিফ হোসেন খান। ২০১৪ গাসগোতে এই ইভেন্টে রাইফেল শুটার আবদুলাহেল বাকী রুপা জেতেন। চার বছর পর গোল্ডকোস্টে অনুষ্ঠিত একই গেমসে ফের রুপার মুখ দেখেন বাকী। একই গেমস থেকে আরেকটি রুপা এনে দেন পিস্তল শুটার শাকিল আহমেদ। এছাড়া দক্ষিণ এশীয় গেমসেও স্বর্ণপদক অর্জন করেন বাংলাদেশের শুটাররা। কিন্তু এশিয়ান গেমসের মতো আসরে পদক অধরাই থেকে গেছে লাল-সবুজের শুটারদের। তবে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সোমবার হাংজুর উদ্দেশে রওয়ানা হওয়ার কথা ১৫ শুটারসহ ২১ সদস্যের বাংলাদেশ শুটিং দলের।
এশিয়ান গেমসের ইতিহাসে বাংলাদেশ যা পদক জিতেছে তা কেবল ক্রিকেট, কাবাডি ও বক্সিংয়েই। যদিও ফি এশিয়াডে একরাশ স্বপ্ন নিয়ে বিদেশের মাটিতে গেছেন শুটাররা। অনুশীলনের ঘাটতিও ছিল না। কিন্তু অলিম্পিক গেমসের পর বৈশ্বিক দ্বিতীয় এই বৃহৎ আসরে পদক জয়ের স্বপ্নটা সব সময়ই ফিকে হয়ে গেছে। ভাগ্যের শিকে ছেঁড়েনি। পদক জয়ের প্রত্যাশা নিয়ে আরও একটি এশিয়ান গেমস খেলতে হাংজুতে যাচ্ছেন ১৫ শুটার। যাদের মধ্যে রাইফেল এবং পিস্তল শুটারও রয়েছেন। তবে আবদুলাহেল বাকী তার প্রিয় ইভেন্ট ১০ মিটার এয়ার রাইফেলে খেলছেন না। কোমড়ের ব্যথার কারণে তিনি ইভেন্ট পরিবর্তন করেছেন। এবারের এশিয়ান গেমসে তিনি খেলবেন ৫০ মিটার রাইফেল ইভেন্টে।
এবারের এশিয়াডে ভালো করার প্রত্যয় পিস্তল শুটার শাকিল আহমেদের। তার কথায়, 'এবার যথেষ্ট অনুশীলন করেছি। স্কোরও বেড়েছে। অভিজ্ঞতাও হয়েছে। আশা করি, এবার শুটিংয়ে পদকখরা ঘুচাতে পারব।' হাংজুতে শাকিলকে খেলতে হবে ১০ মিটার এয়ার পিস্তলে। যদিও তার প্রিয় ইভেন্টে ৫০ মিটার এয়ার পিস্তল। তাই কিছুটা হতাশা তো রয়েছেই, 'আমার আত্মবিশ্বাস রয়েছে পদক জয়ের ব্যাপারে। কিন্তু নিজের প্রিয় ইভেন্ট নেই বলে কিছুটা মন খারাপ।' বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপুর প্রত্যাশা ভালো কিছু করবেন দেশের শুটাররা। তার কথায়, 'আমি সরাসরি পদক জয়ের কথা বলব না। তবে যেভাবে ছেলে-মেয়েরা অনুশীলন করেছে এবং অভিজ্ঞতা অর্জন করেছে, তাতে তারা দেশের জন্য সুনাম বয়ে আনবে এটা বলতে পারি।'
এশিয়ান গেমসগামী দলের ১৫ শুটার হলেন : রাইফেল ইভেন্টে আবদুলাহেল বাকী, তামজিদ বিন আলম, রবিউল ইসলাম, অর্নব শারার, শোভন চৌধুরী, কামরুন নাহার কলি, শায়েরা আরেফিন, নাফিসা তাবাসসুম ও নুসরাত জাহান সামসী এবং পিস্তল ইভেন্টে খেলবেন শাকিল আহমেদ, সাব্বির আলামিন, সাকের আহমেদ, আনজিলা আমজাদ, আরমিন আশা ও ফাহমিদা আলম। দলের সঙ্গে কোচ হিসেবে যাচ্ছেন ইরানের মোহাম্মদ জয়ের রেজায়ি।