শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
walton

রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

ক্রীড়া ডেস্ক
  ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
আর্জেন্টিনাকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন ব্রাজিল -ওয়েবসাইট

ফুটবলের সবচেয়ে সফল দল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ফুটবলের ইনডোর সংস্করণ ফুটসালেরও রাজা। দক্ষিণ আমেরিকার সেরা ফুটসাল দল হিসেবে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল ব্রাজিল। অনূর্ধ্ব ২০ দক্ষিণ আমেরিকা ফুটসাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছে ব্রাজিল।

ভেনেজুয়েলায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে শুরু থেকেই উড়ছিল ব্রাজিল। দাপটের সঙ্গে জিতেছে সবগুলো ম্যাচেই। কোয়ার্টার ফাইনালে পেরুর জালে দিয়েছিল ১৫ গোল। তবে ফাইনালে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলেছিল আর্জেন্টিনা। পুরো আসরে গোলবন্যা বইয়ে দিলেও ফুটবলের বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে গোলের জন্য হাপিত্যেশ করতে হয়েছে ব্রাজিলকে।

তবে শেষ পর্যন্ত গোলের দেখা পায় ব্রাজিল। এই একমাত্র গোলে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছে ফুটবলের সফলতম দলটি। এখন পর্যন্ত ১১ আসরের মধ্যে এই নিয়ে নবমবারের মতো শিরোপা জিতল ব্রাজিল। টুর্নামেন্টে তৃতীয় হয়েছে কলম্বিয়া। সেমিফাইনালে ব্রাজিলের কাছে ৪-০ গোলে হেরেছিল কলম্বিয়া।

আসরে 'বি' গ্রম্নপে থাকা ব্রাজিল কোনো ম্যাচ না হেরেই গ্রম্নপ সেরা হয়ে নকআউট পর্বে জায়গা করে নেয়। প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে তারা। অন্যদিকে 'এ' গ্রম্নপে থাকা আর্জেন্টিনা গ্রম্নপ চ্যাম্পিয়ন হলেও হেরেছিল একটি ম্যাচ।

টুর্নামেন্টে সর্বোচ্চ ৬ গোল করেছেন ব্রাজিলের দুদু। সমান গোল করেছেন আরেক ব্রাজিল্যান ব্রম্ননো আন্দ্রাদে। এরপরের নামটাও এক ব্রাজিলিয়ানের। হুগোও করেছেন ৫ গোল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে