শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

এমবাপে-হাকিমির গোলে জিতেছে পিএসজি

ক্রীড়া ডেস্ক
  ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
এমবাপে-হাকিমির গোলে জিতেছে পিএসজি
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে পিএসজির হয়ে গোল করেন এমবাপে ও হাকিমি -ওয়েবসাইটৃ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে দারুণ জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মঙ্গলবার রাতে গ্রম্নপ পর্বের ম্যাচে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়েছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

লুই এনরিকের অধীনে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচ খেলতে নামলেও পারফরম্যান্সে সেই বুদ্ধিদীপ্ত প্রদর্শনী ছিল না পিএসজির। মিডফিল্ড আধিপত্য ধরে খেলায় বিপদের মুখোমুখি হতে হয়নি। প্রথমার্ধে সুযোগ পেয়েও তারা হতাশ করেছে। বিরতির চার মিনিটের মাথায় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে চলে আসে কিলিয়ান এমবাপে পেনাল্টি থেকে গোল আদায় করলে। অথচ প্রথম সুবর্ণ সুযোগটা পেয়েছিল ডর্টমুন্ড। ডানিয়েল মালেন জায়গা পেয়ে শট নিয়েছিলেন। কিন্তু সেটি সহজেই রক্ষা করেছেন দোন্নারুম্মা। ম্যাচের ৫৮ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন আশরাফ হাকিমি। গোল মুখে ভিতিনহার সঙ্গে দারুণভাবে বল দেওয়া নেওয়া করে নিখুঁত চিপে জাল কাঁপিয়েছেন মরোক্কান ডিফেন্ডার। পরবর্তী ৩০ মিনিট পিএসজির পুরোপুরি নিয়ন্ত্রণেই ছিল। বরুসিয়া হুমকি আর হয়ে উঠতে পারেনি। আর এই জয়ে গ্রম্নপ 'এফ' থেকে পূর্ণ তিন পয়েন্ট পেয়ে শীর্ষে ওঠে গেছে পিএসজি। কারণ, তাদের আগে খেলতে নেমে গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে এসি মিলান ও নিউক্যাসল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে